ইমরান খানকে খুনের চেষ্টা! পাক সংবাদমাধ্যমের খবর ঘিরে হইচই https://ift.tt/3ShQDC9 - MAS News bengali

ইমরান খানকে খুনের চেষ্টা! পাক সংবাদমাধ্যমের খবর ঘিরে হইচই https://ift.tt/3ShQDC9

Pakistan-এর কে (Prime Minister Imran Khan) খুনের চেষ্টার অভিযোগ। পাকিস্তান সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদমাধ্যমের খবর উল্লেখ করা হয়েছে, ইমরান খানের জীবন বিপন্ন। তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে। এই খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছে পাকিস্তানে (Pakistan)। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের বর্ষীয়ান নেতা ফয়জল ভাওদার দাবি করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পরিকল্পনা মাফিক খুন করার চেষ্টা চলছে। এদিকে, পাক সংবাদমাধ্যম সূত্রে খবর ছিল, আজই জরুরি অবস্থা জারি করার কথা ঘোষণা করতে পারেন পাক প্রধানমন্ত্রী ( )। কারণ কোনওভাবেই নিজের কুর্সি ছাড়তে রাজি নন তিনি। ফলে এই চরম পদক্ষেপ ছাড়া তাঁর হাতে আর অন্য উপায় নেই। বুধবার সকাল থেকেই ইমরান খানের ইস্তফার খবর নিয়ে সরগরম পাকিস্তানের রাজনীতি। এরইমধ্যে বিকেলে তাঁর সঙ্গে দেখা করেন পাক সেনাপ্রধান। আর ঠিক সেই সাক্ষাতের পর মুহূর্তেই জাতির উদ্দেশে ভাষণ বাতিল করে দেন ইমরান খান। অথচ সকালেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ইমরান। একদিকে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, একে একে তাঁর দলের বিধায়করাও সঙ্গ ত্যাগ করছেন। গদি বাঁচাতে হাতে গোনা কয়েকদিন মাত্র সময়। এ মত অবস্থাতেও কোনওমতেই নিজের পদ ছাড়তে নারাজ ইমরান খান। শেষ বল পর্যন্ত ব্যাট চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন প্রাক্তন এই পাক ক্রিকেটার। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। স্পষ্ট জানিয়ে দিলেন ইমরান খান। একদিকে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, একে একে তাঁর দলের বিধায়করাও সঙ্গ ত্যাগ করছেন। গদি বাঁচাতে হাতে গোনা কয়েকদিন মাত্র সময়। এ মত অবস্থাতেও কোনওমতেই নিজের পদ ছাড়তে নারাজ ইমরান খান। শেষ বল পর্যন্ত ব্যাট চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন প্রাক্তন এই পাক ক্রিকেটার। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সরকারের পতন এখন শুধুই সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে আগেই নিয়ে ফেলেছিল পাক সেনা। ইমরান খানকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন খোদ পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার। তিনি সহ সেনাবাহিনীর চার প্রধান কর্তা ইমরানকে আর সুযোগ দিতে রাজি নন। এই তালিকায় রয়েছেন লেফটান্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমও। সেনাপ্রধান বাজওয়ার সঙ্গে দেখা করেন প্রাক্তন সেনাপ্রধান রাহিল শরিফ। কিন্তু, সেই বৈঠকেও চিড়ে ভেজেনি। বাজওয়া ইমরানের বিরুদ্ধে বিরোধী নেতাদের অপমান করার অভিযোগ আনেন। এতিদন পর্যন্ত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের গদি টলমল হলেও কোনও প্রত্যক্ষ ভূমিকা নেয়নি পাক সেনা। কিন্তু, এবার তাঁরা সরাসরি ইমরান খানের বিরোধীতায় নেমে এসেছে। ফলে ইমরানের পতন যে কেবলমাত্র সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/KHSzrFt
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads