দীনেশ কার্তিকের হাতেই বধ কলকাতা, ৩ উইকেটে জয় RCB-র https://ift.tt/mzj4FkC - MAS News bengali

দীনেশ কার্তিকের হাতেই বধ কলকাতা, ৩ উইকেটে জয় RCB-র https://ift.tt/mzj4FkC

ম্যাচটা প্রথমে যতটা সহজ মনে হয়েছিল RCB শিবির নিজেরাই ব্যাপারটাকে আরও কঠিন করে তুলল। একটা সময় মনে হয়েছিল, ম্যাচটা বোধহয় RCB-র হাত থেকে বেরিয়ে গেল। অবশেষে ত্রাতা হিসেবে এসেছিলেন শেরফেন রাদারফোর্ড, দীনেশ কার্তিক এবং হর্ষল প্যাটেল। শেষবেলায় দুরন্ত পারফরম্যান্স করলেন DK। অবশেষে বেঙ্গালুরু ৩ উইকেটে জয়লাভ করল। ইতিপূর্বে গত মরশুমের রানার্স আপ IPL 2022 মরশুমের ষষ্ঠ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে মাত্র ১২৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে আয়োজিত এই ম্যাচে KKR ১৮.৫ ওভারে ১২৮ রান করতে পারে। RCB স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা অসাধারণ পারফরম্যান্স করেন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে চারটে উইকেট শিকার করেন তিনি। এছাড়া আকাশ দীপ ৪৫ রানে ৩ উইকেট শিকার করেন। জোড়া উইকেট শিকার করেছেন হর্ষল প্যাটেলও। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবথেকে বেশি রান করেন আন্দ্রে রাসেল। ১৮ বলে তিনটে ছক্কা এবং একটি বাউন্ডারির সাহায্যে তিনি ২৫ রান করেছেন। এছাড়া উমেশ যাদব ১২ বলে জোড়া বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়ে ১৮ রান করেছেন। স্যাম বিলিংস (১৪), অধিনায়ক শ্রেয়স আইয়ার (১৩) এবং সুনীল নারিন (১২) বিশেষ কিছু করতে পারেননি। এই ম্যাচে RCB অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf du Plessis) টসে জিতে KKR ব্রিগেডকে প্রথমে ব্যাট করতে পাঠান। শুরু থেকেই ভালো পারফরম্যান্স করতে পারেনি নাইট ব্যাটাররা। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে আসতে থাকে। দলের স্কোর যখন মাত্র ১৪ রান ছিল, সেইসময় RCB বোলার আকাশ দীপ বিপক্ষের ওপেনার ভেঙ্কটেশ আইয়ারকে নিজের ডেলিভারিতেই ক্যাচ নিয়ে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন। ভেঙ্কটেশ ১৪ বলে ১০ রান করেন। অজিঙ্কা রাহানে খুব ভালো কিছু করতে পারেননি। ১০ বলে ৯ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। মহম্মদ সিরাজের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শাহবাজ আহমেদ। রাহানে যখন ফিরে যান, সেইসময় দলের স্কোর ছিল ৩২। কলকাতা ব্রিগেড শুরুর দুটো ঝটকা সামলাতে না সামলাতেই আকাশদীপের বলে উইলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নীতীশ রানা। সেইসঙ্গে কলকাতার তৃতীয় উইকেটের পতন হয়। রানা ৫ বলে একটা চার এবং একটা ছক্কা হাঁকিয়ে ১০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। প্রথমের তিনটে উইকেট মাত্র ৪৪ রানের মধ্যে পড়ে যাওয়ার পর প্রত্যেকের নজর দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের দিকে ছিল। কিন্তু তিনিও নিরাশ করেন। শ্রেয়সের উইকেট RCB স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা নেন। দলের ৪৬ রানের মাথায় ডু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। শ্রেয়স ১০ বলে দুটো বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। সুনীল নারিন কয়েকটা ভালো শট খেললেও তিনিও খুব বেশিক্ষণ দলকে সাহায্য করতে পারেননি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/DBEfx3G
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads