IND vs WI 3rd Day Highlights : বৃষ্টিই ম্যান অফ দ্য ম্যাচ, তৃতীয় দিনে খেলা হল মাত্র ৬৭ ওভার https://ift.tt/bPrjVEf - MAS News bengali

IND vs WI 3rd Day Highlights : বৃষ্টিই ম্যান অফ দ্য ম্যাচ, তৃতীয় দিনে খেলা হল মাত্র ৬৭ ওভার https://ift.tt/bPrjVEf

পোর্ট অফ স্পেন টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। স্টাম্পের সময় পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২২৯ রান করে ফেলেছে। প্রথম ইনিংয়ে উইন্ডিজ এখনও পর্যন্ত ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে রয়েছে। এলিক অথানাজ ৩৭ এবং জেসন হোল্ডার ১১ রানে ব্যাট করছেন। বৃষ্টি এবং খারাপ আলোর কারণে তৃতীয় দিন মাত্র ৬৭ ওভারই খেলা হয়েছে। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে।তৃতীয় দিনের খেলা যখন শুরু হয়, সেইসময় ক্রেগ ব্রেথওয়েট এবং কির্ক ম্যাকেঞ্জি উইকেটে ছিলেন। সেইসময় ওয়েস্ট ইন্ডিজ ভারতের থেকে ৩৫২ রান পিছিয়ে ছিল। দিনের শুরুটা বেশ ভালোই করেছিল কির্ক এবং ব্রেথওয়েট। একটা সময় তো দলের স্কোর এক উইকেটে ১১২ রানে পৌঁছে গিয়েছিল। তারপরই ক্যারিবিয়ান ব্রিগেডে আঘাত হানেন টিম ইন্ডিয়ার ডেবিউ ক্রিকেটার মুকেশ কুমার। কির্ক ম্যাকেঞ্জি ঈশান কিষানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ম্যাকেঞ্জি ৫৭ বলে ৩২ রান করেন। পাশাপাশি ব্রেথওয়েটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৫ বলে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরপরই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। গোটা মাঠ প্লাস্টিকের চাদরে ঢেকে ফেলে হয়। এই সময় বেশ খানিকক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।বৃষ্টির বেগ দেখে আম্পায়াররা নির্ধারিত সময়ের আগে লাঞ্চের ঘোষণা করা দেন। যাইহোক, বৃষ্টি এবং লাঞ্চ দুটোই শেষ হওয়ার পর আবারও ম্যাচ শুরু করা হয়। এই ম্যাচে অধিনায়কোচিত ইনিংস উপহার দিলেন ক্রেগ ব্রেথওয়েট। তিনি ১৭০ বলে কেরিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি করে ফেললেন। ব্রেথওয়েট যেভাবে ব্যাটিং করছিলেন, তা দেখে অনেকেই আশা করেছিলেন যে তিনি হয়ত শতরানের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। কিন্তু, শেষপর্যন্ত সেই স্বপ্ন আর সফল হয়নি। ১৫৭ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তৃতীয় ধাক্কা লাগে। অশ্বিনের বলে ক্লিন বোল্ড হলেন ব্রেথওয়েট। তিনি ২৩৫ বলে ৭৫ রান করে আউট হয়ে যান। ব্রেথওয়েট প্রথম উইকেটে চন্দ্রপলের সঙ্গে ৭১ রানের, ম্যাকেঞ্জির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৮ রানের এবং ব্ল্যাকউডের সঙ্গে তৃতীয় উইকেটে ৪০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তিনি এই ইনিংসে পাঁচটি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন।চা-পানের বিরতির ঠিক পরেই আরও একটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের ১৭৮ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে অজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন জার্মেন ব্ল্যাকউড। তিনি ৯২ বলে ২০ রান করেছেন। নিজের ইনিংসে তিনি দুটো চার মেরেছেন। এরপর ৯৮ ওভারের মাথায় জোসুয়া দা সিলভাকে ক্লিন বোল্ড করলেন মহম্মদ সিরাজ। জোসুয়া ২০ বলে করেন মাত্র ১০ রান। এরপর আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। বেশ খানিকক্ষণ পর থামে বৃষ্টি। খেলা শুরু করা হলেও তা আর বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। কারণ আকাশের আলো দ্রুতগতিতে কমে আসছিল। সেকারণেই তৃতীয় দিনের খেলা শেষ ঘোষণা করে দিতে হয়।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/eCzTGpI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads