'মিষ্টিমুখে' ভোট লুঠের প্রতিবাদ! লাল রসগোল্লা বিলিয়ে সিপিএম-এর 'গান্ধীগিরি' https://ift.tt/aW6pX4M - MAS News bengali

'মিষ্টিমুখে' ভোট লুঠের প্রতিবাদ! লাল রসগোল্লা বিলিয়ে সিপিএম-এর 'গান্ধীগিরি' https://ift.tt/aW6pX4M

পঞ্চায়েত ভোটে কারচুপি এবং ভোট লুঠের অভিযোগ তুলে অভিনব প্রতিবাদ সিপিএম-এর। এবার প্রতিবাদ হল মিষ্টিমুখের মধ্যে দিয়ে। রবিবার হাওড়ার ডোমজুড়ের লক্ষণপুরে কর্মীরা পথ চলতি মানুষদের লাল রসগোল্লা খাওয়ান। হঠাৎ মিষ্টি পেয়ে খুশি সাধারণ মানুষ। সিপিএম কর্মীরা জানাচ্ছেন, এটাও এক ধরনের 'গান্ধীগিরি'। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় কারচুপির অভিযোগ অস্বীকার করা হয়েছে।ডোমজুড়ের মাকড়দহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের দিনে বুথ জ্যাম এবং ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল সিপিএম কর্মীদের। এমনকী ভোট কাউন্টিংয়ের দিনও ডোমজুড়ের গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হয় বলে অভিযোগ। লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতের এক সিপিএম প্রার্থী শ্রীকুমার নস্কর অভিযোগ করেন, গণনার দিনে তিনি ভোটে জিতে গেলেও তার সার্টিফিকেট কেড়ে নেয় তৃণমূল কর্মীরা। তাঁকে এবং তাঁর কাউন্টিং এজেন্টকে বেধড়ক মারধর করা হয়। জোর করে সার্টিফিকেট কেড়ে নেওয়ার পর তাঁকে হারিয়ে দেওয়া হয়। আর শুধু ওই বুথেই নয়, ডোমজুড়ের অন্যান্য বুথেও একই ধরণের অভিযোগ তুলেছেন অন্যান্য সিপিএম প্রার্থীরা। আর সেই ঘটনারই প্রতিবাদে ভোট পর্ব মিটে যাওয়ার ১২ দিন পর পথে নামলেন তাঁরা। রবিবার প্রায় ৬ হাজার লাল রসগোল্লা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন সিপিএম কর্মীরা। সিপিএম কর্মীরা জানান, তাঁরা মানুষকে মিষ্টিমুখ করাচ্ছেন কারণ, জনতা তাঁদের ভোট দিয়েছিল। কিন্তু জিতে যাওয়ার পর তাদের সার্টিফিকেট জোর করে কেড়ে নেওয়া হয়। যেহেতু মানুষের ভোটে তাঁদের জয় হয়েছে, তাই তাঁদেরকে মিষ্টিমুখ করান হচ্ছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাঁদের ওই মিষ্টি খেয়েছেন বলে দাবি, সিপিএম প্রার্থীরা। এককথায় তাঁদের কাছে এই প্রতিবাদ 'গান্ধীগিরি'। অভিযোগ অস্বীকার তৃণমূলেরতৃণমূলের পক্ষ থেকে অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য খবরে থাকার জন্য সিপিএম এই ধরনের অভিযোগ করছে, যা পুরোপুরি মিথ্যে। তাদের যদি সন্দেহ থাকে তাহলে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করাতে পারে। এমনকী তারা হাইকোর্টের দ্বারস্থও হতে পারে। তা না করে তারা মিথ্যে কথা বলছে।প্রসঙ্গত, গোটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই রাজ্যজুড়ে দেখা যায় হিংসা ও অশান্তি। মৃত্যু হয় বেশকিছু মানুষের। নির্বাচনের পাশাপাশি গণনার দিনও বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও বারেবারেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/0sKr67M
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads