বিক্ষুব্ধ বামেদের টানুন, সুকান্তদের সঙ্ঘ https://ift.tt/Y6apEKi - MAS News bengali

বিক্ষুব্ধ বামেদের টানুন, সুকান্তদের সঙ্ঘ https://ift.tt/Y6apEKi

এই সময়: সংসার সুখের হবে সিপিএমের নিচুতলার গুণে! আরএসএসের শীর্ষ নেতারা এই 'মন্ত্র'ই বিজেপির নিচুতলা পর্যন্ত পৌঁছে দিতে বললেন , শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের। সঙ্ঘ নেতাদের বাতলে দেওয়া এই কৌশল অবশ্য গত মাসে পাটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠকের পর থেকেই প্রয়োগ করতে শুরু করেছে বঙ্গ-বিজেপি। বেঙ্গালুরুতে বিরোধী জোট 'ইন্ডিয়া'র মিটিং এবং তারপরে মণিপুর-সহ বিভিন্ন ইস্যুতে জাতীয় স্তরে কংগ্রেস, তৃণমূল, সিপিএমের মতো দলগুলির কাছাকাছি আসার প্রেক্ষিতে সুকান্ত-শুভেন্দুদের উদ্দেশে আরএসএসের কেন্দ্রীয় নেতৃত্বের এই পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার দিল্লিতে আরএসএস শীর্ষ নেতৃত্বর সঙ্গে বৈঠক করেন বঙ্গ-বিজেপির চার হেভিওয়েট-- সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এবং অমিতাভ চক্রবর্তী। ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষও। লক্ষ্য, আগামী বছর লোকসভা ভোটের আগে বাংলায় বিজেপির সংগঠন শক্তপোক্ত করা। সূত্রের খবর, এদিনের বৈঠকে আরএসএসের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, প্রতিকূল পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসাই দক্ষ সংগঠকের কাজ। আপাতত সেই কাজেই নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে বঙ্গ-বিজেপির সংগঠকদের। কী সেই কাজ?আরএসএস চাইছে, সর্বভারতীয় স্তরে তৃণমূলের সঙ্গে সিপিএমের জোট হয়েছে, এই প্রচার জোরালো করে বামেদের নিচুতলায় ভাঙন ধরানো। একইসঙ্গে, তৃণমূলের নিচুতলায় একই বার্তা দিয়ে রাজ্যের শাসক দলকেও দুর্বল করা। বিজেপির এক শীর্ষ নেতার কথায়, 'বিজেপি বঙ্গ রাজনীতিতে নবাগত। বহু যুগ ধরে এখানে সিপিএম আর তৃণমূল লড়াই করেছে। দুই দলেরই নিচুতলার কর্মীরা একে অন্যের হাতের আক্রান্ত হয়েছেন। একজন নিচুতলার সিপিএম কর্মী কোনওদিন মন থেকে তৃণমূলকে মেনে নিতে পারবে না। উল্টোটাও একইরকম সত্যি। আমাদের ঠিক এই জায়গাতাতেই আঘাত করতে হবে।' ভোট বিশেষজ্ঞদের মতে, ২০১৯ লোকসভা এবং ২১-এর বিধানসভা নির্বাচনে বাম ভোট যে রামে এসেছিল, তা একরকম পরিষ্কার। নিচুতলার বাম কর্মী-সমর্থকদের প্রচ্ছন্ন সমর্থন না পেলে বাংলায় বিজেপির পক্ষে এভাবে মাথাচাড়া দিয়ে ওঠা সম্ভব হতো না। পঞ্চায়েত ভোটের ফলাফল পর্যালোচনা করে বিজেপি অবশ্য দেখেছে, বাম ভোট আবার বামে ফিরে যেতে শুরু করেছে। এই প্রবণতা বজায় থাকলে লোকসভা নির্বাচনে তাদের বড়সড় খেসারত দিতে হবে বলেই মনে করছে বিজেপির একাংশ। পরিস্থিতি পর্যালোচনা করে তাই আরএসএসের দাওয়াই, বিজেপির বিরুদ্ধে তৃণমূল, কংগ্রেস এবং বামেদের জাতীয় স্তরে এক হওয়াকে কাজে লাগিয়েই বঙ্গ-বিজেপিকে নিজেদের পালে হাওয়া টানতে হবে। অর্থাৎ, তৃণমূল বিরোধী লড়াইয়ে বিজেপিই যে সব থেকে বেশি আন্তরিক সেটাই বোঝাতে হবে নিচুতলার বাম কর্মীদের। এছাড়াও এদিনের বৈঠকে জেলাস্তরে আরএসএস এবং বিজেপির সাংগঠনিক রদবদলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ২০২৫-এ আরএসএসের শতবর্ষপূর্তি। দেশজুড়ে তাই নানা কর্মসূচিও নিয়েছে সঙ্ঘ। এদিনের বৈঠকে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যদিও এদিনের বৈঠক নিয়ে বিজেপি এবং সঙ্ঘের কেউই প্রকাশ্যে মুখ খুলতে চাননি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Ff7G2wc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads