ভেঙেছেন স্টাম্প, আম্পায়ারদের কটাক্ষও! নির্বাসিত হরমনপ্রীত https://ift.tt/d9s5fLP - MAS News bengali

ভেঙেছেন স্টাম্প, আম্পায়ারদের কটাক্ষও! নির্বাসিত হরমনপ্রীত https://ift.tt/d9s5fLP

ভারতীয় মহিলা ক্রিকেট দল সম্প্রতি বাংলাদেশ সফরে একদিনের ক্রিকেট সিরিজ খেলতে গিয়েছিল। এই সিরিজে মোট তিনটে ম্যাচের আয়োজন করা হয়। গোটা সিরিজটাই যে যথেষ্ট রোমাঞ্চকর হয়ে উঠেছিল, তা নিয়ে সন্দেহ নেই। তবে সঙ্গী হিসেবে জুটেছে বিতর্কও। প্রথম দুটো ম্যাচ ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছিল। তবে সিরিজের তৃতীয় ম্যাচটা টাই হয়ে যায়। সেকারণে এই সিরিজটাও টাই হয়ে যায়।তবে তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে পরিস্থিতি যথেষ্ট গরম হয়ে ওঠে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে যখন অনফিল্ড আম্পায়ার LBW আউট দিয়েছিলেন, সেইসময় তিনি রীতিমতো তর্ক শুরু করে দেন। এই সময় তাঁর মাথা এতটাই গরম হয়ে গিয়েছিল যে তিনি ব্যাট দিয়ে স্টাম্পই ভেঙে দেন। মাঠ ছাড়ার আগে আম্পায়ারকেও দু-চার কথা শুনিয়ে যান। এই ঘটনার কথা মাথায় রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হরমনপ্রীতের বিরুদ্ধে বড়সড় শাস্তির কথা ঘোষণা করেছে। তাঁকে ইতিমধ্যেই ২ ম্যাচ নির্বাসিত করা হয়েছে।হরমনপ্রীতকে করা হয়েছে মোটা অঙ্কের জরিমানাওICC-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী দুটো ম্যাচে খেলতে পারবেন না। পাশাপাশি এই ঘটনার জন্য তাঁর ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা হিসেবেও কেটে নেওয়া হয়েছে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাঁর নামের পাশে তিনটে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়ে গিয়েছে।অন্যদিকে হরমনপ্রীত ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি ICC প্যানেলের ম্যাচ রেফারি আখতার আহমেদ তাঁকে যে ২ ম্যাচের জন্য নির্বাসিত করেছেন, সেই শাস্তিও মাথা পেতে গ্রহণ করেছেন। আর সেকারণেই আইসিসি এই মামলার কোনও শুনানি করেনি, সরাসরি সিদ্ধান্ত জানিয়েছে।ইতিমধ্যে আইসিসি একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে ২০১৬ সাল থেকে মোট ২৯ জন মহিলা ক্রিকেটার ক্রিকেটের শৃঙ্খলাবিধি অমান্য করেছেন। হরমনপ্রীত কৌর ছাড়া বেদা কৃষ্ণমূর্তি হলেন দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি ২ বার দোষী সাব্যস্ত হয়েছিলেন। ইতিপূর্বে ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন ডিমেরিট পয়েন্ট সংগ্রহ করেছিলেন হরমনপ্রীত কৌর।হরমনপ্রীতকে ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ারআসলে এই তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ব্যাট করে ২২৫ রান খাড়া করেছিল। এরপর সেই টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্টের শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে কোনওক্রমে তারা ডুবন্ত নৌকা ভাসিয়ে রেখেছিল। কিন্তু ৩৪ ওভারে হরমনপ্রীত আউট হওয়ার পর টিম ইন্ডিয়ার চতুর্থ উইকেটের পতন হয়।৩৪ ওভারে বল করতে আসেন নাহিদা আখতার। তাঁর চতুর্থ ডেলিভারিটা সুইপ খেলার চেষ্টা করেন হরমনপ্রীত। কিন্তু, তিনি মিস করেন। বাংলাদেশের ক্রিকেটাররা সেইসময় LBW আউটের আবেদন করেন। সেইসময় আম্পায়ার কোনও দেরি না করে আউটের ইশারা দেন।আউট হওয়ার পরই রেগে যান হরমনপ্রীতইতিমধ্যে হরমনপ্রীত বলতে থাকেন যে বলটা তাঁর ব্যাটে লেগেছিল। কিন্তু, আম্পায়ার নাকি তাড়াহুড়ো করে তাঁকে আউট দিয়ে দেন। তবে সবথেকে বড় ব্যাপার, আম্পায়ার আর ক্যাচ আউট হওয়া পর্যন্ত অপেক্ষা করেননি। ওই বলে হরমনপ্রীত ক্যাচ আউট হতে পারতেন। কিন্তু, আম্পায়ার তাঁকে LBW আউটই দেন। এতটাই খারাপ আম্পায়ারিং দেখে হরমনপ্রীত রাগের মাথায় ব্য়াট দিয়ে উইকেটে আঘাত করেন। প্রসঙ্গত, হরমনের স্কোরকার্ডে কিন্তু ক্যাচ আউটই লেখা ছিল।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Lf2lJCM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads