সাভারকার ইস্যুতে বাড়ছে দূরত্ব? উদ্ধবের পর পাওয়ারের নিশানায় রাহুল গান্ধী https://ift.tt/HnNkWB2 - MAS News bengali

সাভারকার ইস্যুতে বাড়ছে দূরত্ব? উদ্ধবের পর পাওয়ারের নিশানায় রাহুল গান্ধী https://ift.tt/HnNkWB2

উদ্ধব ঠাকরের পর শরদ পাওয়ার। এবার বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করলেন Nationalist Congress Party বা NCP সুপ্রিমো। যা নিয়ে নতুন করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। শনিবার পাওয়ার বলেন, "এদেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দুত্ববাদী নেতা সাভারকারের অবদানকে কেউ অস্বীকার করতে পারেন না। কেউ তাঁর মতাদর্শের সঙ্গে সহমত নাও হতে পারেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে সেটা কোনও জাতীয় বিষয় হতে পারে না। কারণ, নজর দেওয়ার জন্য আরও অনেক ইস্যু রয়েছে।" এর পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারকেও নিশানা করেন । "বর্তমানে যাঁরা ক্ষমতায় থেকে দেশ চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে চিন্তাভাবনা করার সময় এসেছে।" শনিবার নাগপুরে বলেন পাওয়ার।চলতি বছরে বিদেশ সফরে গিয়ে ভারতের গণতন্ত্র নিয়ে করা রাহুল গান্ধীর মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়। দেশে ফেরার পর এই নিয়ে প্রশ্ন করা হলে সাভারকার প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন "আমার পদবি গান্ধী, সাভারকার নয়। তাই কখনই ক্ষমা প্রার্থনা করব না। বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশবিরোধী কোনও মন্তব্য করিনি। গণতন্ত্রের নামে যা চলছে, সেটাই তুলে ধরেছিলাম।" বলেন রাহুল গান্ধী। সোনিয়া-পুত্রের এই মন্তব্য নিয়েই নতুন করে শুরু হয় রাজনৈতিক তরজা। শনিবার নাম না করে পাওয়ার বলেন, "সাভারকার সম্পর্কে কিছু বলা মানে হিন্দু মহাসভা সম্পর্কে বলা। এটা কখনই কারোর ব্যক্তিগত মত হতে পারে না। তবে এদেশের স্বাধীনতা সংগ্রামী সাভারকারের অবদানকে ভুলে গেলে চলবে না।" উল্লেখ্য, রাহুলের ওই মন্তব্যের পরই কংসের সমালোচনায় সরব হন । শনিবার প্রায় একই সুর শোনা গিয়েছে পাওয়ারের গলাতেও।"প্রায় ৩২ বছর আগে সংসদে সাভারকারের প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে বক্তব্য রেখেছিলামগ্রে। রত্নাগিরিতে নিজের বাড়ির সামনে একটি ছোট মন্দির তৈরি করেছিলেন সাভারকার। সেখানে বাল্মীকি সম্প্রদায়ের এক ব্যক্তিকে পুজোর জন্য নিয়োগ করেন তিনি। এতেই বোঝা যায় কতটা উন্নত মানসিকতার ছিলেন সাভারকার।" অন্যদিকে রাহুল গান্ধীর মন্তব্যের পর সাভারকারের উত্তরসূরীদের থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। "সাভারকার ইংরেজদের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, এটা প্রমাণ করুক সোনিয়া পুত্র। তা না হলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।" হুঁশিয়ারি দিয়েছেন সাভারকারের নাতি। সাভারকার মন্তব্য বিতর্কে পাওয়ারের প্রতিক্রিয়াকে গুরুত্বপূর্ণ বলে মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মহারাষ্ট্রে উদ্ধব ও পাওয়ারের সঙ্গে জোট বেঁধে সরকার তৈরি করেছিল কংগ্রেস। সাভারকার ইস্যুতে সেখানে ফাটল ধরছে বলেই মনে করা হচ্ছে। যা ২০২৪-র লোকসভা ভোটে পদ্ম শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছেন তাঁরা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/qtdMfgs
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads