298টি স্টেশনে তৈরি হয়েছে 'এক স্টেশন এক পণ্য' স্টল, ক্ষুদ্র উদ্যোক্তাদের ভরসা দিচ্ছে পূর্ব রেল https://ift.tt/HOlw1VN - MAS News bengali

298টি স্টেশনে তৈরি হয়েছে 'এক স্টেশন এক পণ্য' স্টল, ক্ষুদ্র উদ্যোক্তাদের ভরসা দিচ্ছে পূর্ব রেল https://ift.tt/HOlw1VN

ভারত সরকারের 'ভোকাল ফর লোকাল' কর্মসূচিকে সমর্থন করার লক্ষ্যে উদ্যোগী হয়েছে রেল মন্ত্রকও। তারই নমুনা হিসাবে ‘এক স্টেশন এক পণ্য’ (ওএসওপি) প্রকল্প চালু করেছে রেল। এই প্রকল্পের মধ্যে দেশীয় পণ্যের জন্য বাজার সৃষ্টি করা হয়েছে এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য অতিরিক্ত উপার্জনের সুযোগও তৈরি হয়েছে। মূলত রেল স্টেশনগুলিতে দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য নির্দিষ্ট স্টল বা ভ্রাম্যমাণ ট্রলি স্থাপন করা হয়েছে।রেলের তথ্য মোতাবেক, পূর্ব রেলের এখন পর্যন্ত 298 টি ‘এক স্টেশন এক পণ্য’ স্টল তৈরি করেছে। এর মধ্যে 100টি তৈরি করা হাওড়া বিভাগে, 143টি শিয়ালদা বিভাগে, 27টি আসানসোল বিভাগে এবং 28টি মালদা বিভাগে অবস্থিত। বর্তমানে, 135টি স্টল এই বিভাগগুলিতে কার্যকর রয়েছে:
  • হাওড়া বিভাগ: 30টি
  • শিয়ালদহ বিভাগ: 64টি
  • আসানসোল বিভাগ: 17টি
  • মালদা বিভাগ: 24টি
এছাড়াও, 163টি ‘এক স্টেশন এক পণ্য’ স্টল তৈরি করা হয়েছে এবং সেগুলি শীঘ্রই চালু করা হবে বলে জানানো হয়েছে।

‘এক স্টেশন এক পণ্য’ স্টল তৈরি করার উদ্দেশ্য কী?

  • স্টেশনগুলিতে বিক্রয় কেন্দ্রের মাধ্যমে স্থানীয় পণ্যের প্রচার করা।
  • যাত্রীদের স্থানীয় পণ্য ক্রয়ের সুযোগ করে দেওয়া।
  • সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য আয়ের সুযোগ সৃষ্টি করা।

কার্যক্রমের পরিধি ও নির্দেশিকা:

  • স্টলগুলিতে স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে।
  • হস্তশিল্প, কাপড়, ঐতিহ্যবাহী পোশাক এবং স্থানীয় কৃষিজাত পণ্যগুলি এই প্রকল্পের আওতায় বিক্রি করা যাবে।
  • স্থানীয় উৎপত্তির ভৌগোলিক স্বীকৃতি (GI) ট্যাগযুক্ত পণ্যগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে।

এর মধ্যো কোন কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে?

  • সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার।
  • ই-পোস্টার এবং ঘোষণার মাধ্যমে স্টেশনে ‘এক স্টেশন এক পণ্য’ সম্পর্কিত তথ্য প্রদর্শন।
  • হস্তশিল্প মেলা ও উৎসবে সরাসরি কারিগরদের সঙ্গে যোগাযোগের জন্য তত্ত্বাবধায়কদের প্রেরণ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র বলেন, ‘এক স্টেশন এক পণ্য’-এর মতো উদ্যোগের মাধ্যমে পূর্ব রেলওয়ে এই অঞ্চলের স্থানীয় প্রতিভার বিকাশে এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত করতে বদ্ধপরিকর। বাংলার দেশীয় শিল্প ও পণ্যের সরাসরি প্রদর্শন উপভোগ করতে এবং এই প্রকল্পের সাফল্যে অবদান রাখতে আমরা যাত্রী ও দর্শকদের আহ্বান জানাই।"


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/eANInzK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads