কোনা এক্সপ্রেসওয়েতে উলটে গেল ক্রেন! বড় দুর্ঘটনা থেকে রক্ষা, ভোগান্তি যাত্রীদের https://ift.tt/N5WniGS - MAS News bengali

কোনা এক্সপ্রেসওয়েতে উলটে গেল ক্রেন! বড় দুর্ঘটনা থেকে রক্ষা, ভোগান্তি যাত্রীদের https://ift.tt/N5WniGS

Kona Expressway-তে দুর্ঘটনা। রাস্তার উপর উল্টে গেল হাইড্রোলিক ক্রেন। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দুর্ঘটনার কারণে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। স্থানীয় সূত্রে জানা যায়, কোনা এক্সপ্রেসওয়েতে ব্রিজ তৈরির জন্য লোহার বিম তুলতে গিয়ে উল্টে যায় হাইড্রোলিক ক্রেন। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে বাস ঢোকার জন্য কোনা এক্সপ্রেস ওয়ের ওপর একটি ওভারব্রিজ তৈরি করা হচ্ছে। সোমবার সকাল থেকেই চলছিল কাজ। কিন্তু বিকেলে ঘটে দুর্ঘটনা। ওভারব্রিজের কাজের জন্য বড় লোহার বিম হাইড্রোলিক ক্রেন এর সাহায্য উঠানোর সময় হঠাৎ একটি তার ছিঁড়ে যায়। এর ফলে ক্রেনটি ভারসাম্য হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। সেই সময় কলকাতামুখী লেনে যান চলাচল করছিলো। ফলে বড়োসড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল। কিন্তু অল্পের জন্য রক্ষা পায় গাড়ির যাত্রীরা। এই দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘন্টা কোনা এক্সপ্রেস ওয়ের একটি লেন বন্ধ রাখা হয়। একটি লেন দিয়েই দুদিকের গাড়ি চলাচলের ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা যান নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে রাজ্য পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনার জন্য প্রায় দেড় ঘণ্টা একটি লেনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। একটি লেন দিয়ে দুই ধারের গাড়ি চলাচল করানো হয়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনারহলে যান সাঁতরাগাছি ট্র্যাফিক গার্ডের কর্মীরা। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়। তবে কী ভাবে ওই ক্রেনটি উল্টে যায় সে ব্যাপারে তদন্ত করে দেখছে পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/qsvLeC1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads