জোট তো হলো, কবে সরকার? https://ift.tt/4gJMLv2 - MAS News bengali

জোট তো হলো, কবে সরকার? https://ift.tt/4gJMLv2

এই সময়: সব ঠিক থাকলে ৯ কিংবা ১০ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন। একটা-একটা করে প্রদেশে নয়া মুখ্যমন্ত্রীও কুর্সিতে বসছেন। কিন্তু কেন্দ্রে সরকার গঠন কবে? নওয়াজ শরিফের দল পিএমএল(এন) ও বিলাবল ভুট্টোর দল পিপিপি নাকি জোট সরকার গড়ার ব্যাপারে সহমত হয়েছে। তা হলে সরকার গঠনে এত বিলম্ব কেন? সূত্রের দাবি, শেহবাজ় শরিফই ফের পিএম হচ্ছেন। সেই মর্মে নাকি পিপিপি এবং সেনার তরফে সবুজ সঙ্কেতও মিলে গিয়েছে। শোনা যাচ্ছে মার্চের শুরুতেই শপথ নেবে নয়া সরকার। এ দিনের খবর, কেয়ারটেকার পিএম অফিশিয়াল কাজকর্ম স্থগিত রেখেছেন। এ দিকে আবার পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ়কে ‘ফেক সিএম’ বলে বিঁধতে শুরু করে দিয়েছে পিটিআই।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/VgFILYe
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads