প্রথম খেতাব জয়ের লক্ষ্যে RCB, মুম্বইয়ের বিরুদ্ধে জ্বলে উঠবেন বিরাট? https://ift.tt/GKWTaA2 - MAS News bengali

প্রথম খেতাব জয়ের লক্ষ্যে RCB, মুম্বইয়ের বিরুদ্ধে জ্বলে উঠবেন বিরাট? https://ift.tt/GKWTaA2

এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জয় করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার কী তাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে? সেটা আপাতত সময়ই বলতে পারবে। আপাতত রবিবার আইপিএল টুর্নামেন্টের মহাযুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছেন বিরাট কোহলিরা। রবিবার ঘরের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে চাইবে। ২০২০ আইপিএল মরশুম থেকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঁচটার মধ্যে তিনটে ম্যাচেই জয়লাভ করেছে। এবার এটাই দেখার যে রজত পতিদার এবং জস হ্যাজেলউডের মতো ক্রিকেটারদের ছাড়া আরসিবি কেমন পারফরম্যান্স করে। চোটের কারণে এই দুই ক্রিকেটারই টুর্নামেন্টের প্রথম অংশে খেলতে পারবে না। প্রথম ম্যাচটা খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলও। ইংল্যান্ডের উইল জ্যাকস গোটা মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। গত মরশুমে রজত পতিদার ৮ ম্যাচে ৫৫.৫০ ব্যাটিং গড়ে মোট ৩৩৩ রান করেছিলেন। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কোনও ভারতীয় ব্যাটার হিসেবে দ্রুততম শতরান করেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ২০ ম্যাচে ২০ উইকেট শিকার করেছিলেন। এর পাশাপাশি ওয়ানিন্দু হাসারঙ্গার জন্যও অপেক্ষা করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। তিনি আপাতত জাতীয় কর্তব্য পালন করছেন এবং নিউ জিল্যান্ডে রয়েছেন। প্রথম কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারবেন না। নিউ জিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল অবশ্য আরসিবি-র লোয়ার অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন। পাশাপাশি দরকারের সময় জ্বলে উঠতে পারেন দীনেশ কার্তিকও। আরসিবি ব্রিগেডের টপ অর্ডারে রান করতে পারেন ফাফ ডু প্লেসি এবং দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বোলিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হর্ষল প্যাটেল এবং মহম্মদ সিরাজের হাতে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে ডু প্লেসি ৩৬৯ রান করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত কামব্যাক করেছেন বিরাট কোহলি। রিস টপলি আসার পর আরসিবি-র বোলিং আরও শানিত হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স গত আইপিএল মরশুমে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটে ম্যাচেই জয়লাভ করেছিল। আর সেকারণে পয়েন্ট টেবিলে তারা একেবারে নিচেই ছিল। তবে গত মরশুমের এই পারফরম্যান্স ভুলতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই তারা পাঁচবার আইপিএল খেতাব জয় করে ফেলেছে। দলের মুখ্য পেস বোলার জসপ্রীত বুমরাহ এবং ঝাই রিচার্ডসন চোটের কারণে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ইংল্যান্ডের পেস ব্যাটারি জোফ্রা আর্চারের দিকেই তাকিয়ে রয়েছে। তাঁকে সঙ্গত দেবেন জেসন বেহরনডর্ফ এবং আকাশ মোটওয়াল। অধিনায়ক রোহিত শর্মা এবং অভিজ্ঞ সূর্যকুমার যাদবের উপরে রান করার গুরু দায়িত্ব থাকবে। ঈশান কিষান ইনিংস ওপেন করতে পারেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, সূয়শ প্রভুদেশাই, কর্ণ শর্মা, সিদ্ধার্থ কৌল, ডেভিড উইলি, রিস টপলি, হিমাংশু শর্মা, মনোজ ভণ্ডাগে, রাজন কুমার, অবিনাশ সিং, সোনু যাদব, মাইকেল ব্রেসওয়েল। মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, টিম ডেভিড, দিবল্ড ব্রেভিস, তিলক বর্মা, ঈশান কিষান, ত্রিস্তান স্টাবস, বিষ্ণু বিনোদ, ক্যামেরন গ্রিন, অর্জুন তেন্ডুলকর, রমনদীপ সিং, শামস মুলানি, নেহাল বডেরা, ঋত্বিক শৌকিন, আরশাদ খান, পীযূষ চাওলা, ডুয়ান জেনসন, কুমার কার্তিকেয়, রাঘব গোয়েল, জোফ্রা আর্চার, জেসন বেহরেনডর্ফ, আকাশ মোটওয়াল।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/0TgOlCy
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads