Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/giq109n
বাংলায় আবার ডেঙ্গির ডেঞ্জার https://ift.tt/sPzlW05

এই সময়: বর্ষা শুরু হতেই বাড়বাড়ন্ত আরম্ভ হয়েছে ডেঙ্গির। তাতে বাড়ছে মৃত্যুও। সাম্প্রতিক কালে ডেঙ্গির তাণ্ডব বঙ্গে সব চেয়ে বেশি ছিল গত বছর, ২০২২-এ। কিন্তু সূত্রের খবর, গত বছরও জুলাইয়ের পরিস্থিতি এতটা খারাপ ছিল না, যেমনটা হচ্ছে এ বছর। ডেঙ্গি-আক্রান্ত এক বালিকার শনিবার মৃত্যু হয়েছে, এ কথা জানা গিয়েছিল সোমবার। মনে করা হয়েছিল, মরশুমের এটিই প্রথম ডেঙ্গি-মৃত্যু। কিন্তু মঙ্গলবার জানা গেল, এটি ষষ্ঠ নজির! তার আগের দিন, অর্থাৎ শুক্রবার, ২১ জুলাই এই শহরেই ডেঙ্গির বলি হয়েছেন আরও তিন জন। শুধু তা-ই নয়, তার দু'দিন আগে ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে এক দুধের শিশুর এবং সপ্তাহ দেড়েক আগে বারাসতের ডেঙ্গি-আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ডেঙ্গিতে মৃত্যু নিয়ে রাজ্য স্বাস্থ্য অবশ্য দপ্তর এখনও পর্যন্ত কিছু বলেনি। তবে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, রাজ্যে এখন ডেঙ্গি-আক্রান্তের সংখ্যা আড়াই হাজারেরও বেশি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী মঙ্গলবার বলেন, 'গত বছর ডেঙ্গির দাপট বেশি ছিল পুর এলাকায়। আর এ বার পুরসভা লাগোয়া গ্রামীণ এলাকায় সংক্রমণের প্রকোপ বেশি। তবে আমাদের তরফে সব রকম চেষ্টা করা হচ্ছে। মানুষকেও আরও বেশি সতর্ক হতে হবে।' স্বাস্থ্য ভবনের অনেকে অচিরেই পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন। প্রতিবেশী বাংলাদেশের ডেঙ্গি পরিস্থিতি খারাপ হওয়ায় সে দেশ থেকে আগতদের ব্যাপারে সতর্কতার কথা এ দিন কলকাতা পুরসভা জানিয়েছে। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর, সড়ক ও রেলপথ সীমান্তের ইমিগ্রেশন পয়েন্টে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের রক্তপরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন বলে এ দিন কলকাতার ডেপুটি মেয়র, পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, 'পুরসভার তরফে এই প্রস্তাবই দেওয়া হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে।' অতীনের কথায়, 'বাংলাদেশে এখন ডেঙ্গি সংক্রমণ ব্যাপক বেড়ে গিয়েছে। পরিস্থিতি সামলাতে বাংলাদেশ সরকারের আধিকারিকরা বারবার কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করছেন। বাংলাদেশে ডেঙ্গি ভাইরাসে সংক্রমিত হয়ে কেউ কেউ এ দেশেও আসছেন। তার পর আবার তাঁদের এখানে মশা কামড়ালে ডেঙ্গির ভাইরাস কলকাতায় ছড়িয়ে পড়ছে। তাই, গোড়াতেই আটকাতে হবে।' রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলছেন, 'পুরসভার তরফে আমাদের কাছে এই রকম প্রস্তাব এলে অবশ্য বিবেচনা করে দেখা হবে।' শনিবার দুপুরে 'সিভিয়ার ডেঙ্গি'-তে ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থে মাল্টি-অর্গ্যান ফেলিওরে মারা গিয়েছিল পিকনিক গার্ডেনের ষষ্ঠ শ্রেণির ছাত্রী পল্লবী দে (১০)। আর মঙ্গলবার জানা গেল যে, গত শুক্রবার আইডি, অ্যাপোলো ও ড্যাফোডিল হাসপাতালে মারা গিয়েছেন যথাক্রমে নদিয়ার রানাঘাটের উমা সরকার (৪৫) ও তাহেরপুরের হরিপদ মিস্ত্রি (৬৬) এবং দক্ষিণ দমদম পুর এলাকার বাঙুর অ্যাভিনিউয়ের রিঙ্কি রায় (৩০)। তার দু' দিন আগে, গত ১৯ জুলাই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ৯ মাসের শিশুপুত্র ডেঙ্গিতে ভুগে মারা যায় বিসি রায় শিশু হাসপাতালে। আর তারও সপ্তাহ খানেক আগে আরজি করে মারা যায় বারাসতের কিশোরী সায়নিকা হালদার (১৩)। পিকনিক গার্ডেনের পল্লবীর মৃত্যুতে পরিবারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন খোদ ডেপুটি মেয়র। অতীন বলেন, 'মেয়েটি ১০ জুলাই থেকে জ্বরে ভুগছিল। প্রথমেই রক্তপরীক্ষা না-করিয়ে অভিভাবকরা স্থানীয় কোয়াকের কাছে যান। অনেক পরে শিশুরোগ বিশেষজ্ঞর পরামর্শে চিকিৎসা শুরু হয়। রক্তপরীক্ষা করানো হয় বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে। সেখানে ডেঙ্গির কথা জানা যায়।' ততক্ষণে অবশ্য অনেক দেরি হয়ে গিয়েছে। ডেপুটি মেয়র জানান, ওই ডায়গনস্টিক সেন্টার পল্লবীর ডেঙ্গি ধরা পড়ার কথা পুরসভাকে জানায়নি বলে তাদের শো-কজ় করা হচ্ছে। টানা জ্বর থাকা রানাঘাটের উমাকে প্রথমে রানাঘাট হাসপাতাল, তার পর কল্যাণীর জেএনএম হাসপাতাল এবং তারও পরে বেলেঘাটা আইডি-তে ভর্তি করানো হয়েছিল। আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ ওই মহিলা মারা যান। ডেঙ্গির জেরে মাল্টি-অর্গ্যান ফেলিওরে তাহেরপুরের প্রবীণ নাগরিক হরিপদর মৃত্যু হয় অ্যাপোলো হাসপাতালে। ড্যাফোডিল হাসপাতালে চিকিৎসাধীন যুবতী রিঙ্কির আবার ডেঙ্গির জেরে হৃদপেশি বিকল (মায়োকার্ডাইটিস) হয়ে পড়েছিল। স্থানীয় সূত্রে খবর, রিঙ্কির শ্বশুর ও পিসি-শাশুড়ি (রিঙ্কিদের সঙ্গেই থাকতেন) ২০১৭ সালে ডেঙ্গিতেই মারা যান। বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বেশ কিছু ফাঁকা জমি রয়েছে, সে জন্যই মশার এত বাড়বাড়ন্ত। যদিও দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান পারিষদ (স্বাস্থ্য) সঞ্জয় দাস বলেন, 'ডেঙ্গি রুখতে আমাদের তরফে চেষ্টার ত্রুটি নেই।'
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/giq109n
Leave Comments
Post a Comment