'ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে...', অসুস্থ বুদ্ধদেবকে মহাপুরুষ না বানানোর 'আর্জি' কুণালের https://ift.tt/y6ru3Sl - MAS News bengali

'ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে...', অসুস্থ বুদ্ধদেবকে মহাপুরুষ না বানানোর 'আর্জি' কুণালের https://ift.tt/y6ru3Sl

অসুস্থতার কারণে এই মুহূর্তে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন দলীয় কর্মীরা। বিরোধী দলের নেতারাও তাঁর সুস্থতা কামনা করেছেন। কিন্তু, তৃণমূলের মুখপাত্র ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে শোরগোল পড়ল। ঠিক কী লিখেছেন কুণাল ঘোষতিনি ফেসবুক পোস্টে লিখেছেন, "বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।" এই পোস্টের প্রেক্ষিতে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন কুণাল ঘোষ। তীব্র সমালোচনার শিকারও হয়েছেন তিনি। অনেকেই কুণাল ঘোষের এই প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছেন। এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার সময় সৌজন্যের নজির রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন অসুস্থ হয়েছিলেন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। রাজ্যে পালাবদলের আগে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর জামানাতেই সিঙ্গুরে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য ২৬ দিন অনশন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ২০১১ সালের নির্বাচনে রাজ্যে উঠেছিল সবুজ ঝড়। ক্ষমতায় আসে তৃণমূল। যদিও সেই রাজনৈতিক তিক্ততা সরিয়ে সৌজন্যের নজির গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও বিভিন্ন সময় সৌজন্যের সাক্ষী থেকেছে বাংলা। বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার সংবাদে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এদিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, তাঁর ট্র্যাকিওস্টমি করা হয়েছে। এরপর রাখা হয়েছে ইনভেসিভ ভেন্টিলেশনে। উল্লেখ্য, শনিবার সকাল থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে আসার সময় তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ পার করেছে, যা স্বস্তির কারণ। একইসঙ্গে সংক্রমণের বিষয়টিও খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তাঁর চিকিৎসায় গড়া হয়েছে একটি মেডিক্যাল টিমও। এই টিমে একাধিক বিশিষ্ট চিকিৎসক রয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করছেন রাজনৈতিক মহল। উল্লেখ্য, ২০২১ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও এই ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/HWsT6Gg
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads