'ভারতের অর্থনীতির উত্থানে আফ্রিকার গুরুত্ব রয়েছে', মন্তব্য বিদেশমন্ত্রক সচিবের https://ift.tt/lFA5RTI - MAS News bengali

'ভারতের অর্থনীতির উত্থানে আফ্রিকার গুরুত্ব রয়েছে', মন্তব্য বিদেশমন্ত্রক সচিবের https://ift.tt/lFA5RTI

অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের উত্থানের ক্ষেত্রে আফ্রিকার অংশীদারিত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। এমনটাই জানালেন বিদেশমন্ত্রকের অর্থনৈতির সম্পর্কের সচিব শেরপা দাম্মু রবি। সেই সঙ্গে খুব শীঘ্রই ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিণত হবে বলেও আশাপ্রকাশ করেছেন। মঙ্গলবার ব্রিকস সম্মেলন এবং ভারতের যোগদান নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের মতামত জানাচ্ছিলেন বিদেশমন্ত্রকের অর্থনৈতির সম্পর্কের সচিব। তিনি বলেন, খুব শীর্ঘই তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের মর্যাদা পাবে ভারত। আর এই উত্থান যাতে মসৃণ হয়, তা দেখা একান্ত জরুরি। তাঁর মতে, এর জন্য চায় অংশীদারিত্ব। আফ্রিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে ইঙ্গিত দেন শেরপা। রবি আরও বলেন যে ভারতীয় অর্থনীতির সঙ্গে আফ্রিকার অনেক পরিপূরকতা রয়েছে। আর এটা প্রধানমন্ত্রী মোদী সবসময় জোর দিয়ে আসছেন। মোদীর এই চিন্তাধারা বৈশ্বিক দক্ষিণ এজেন্ডাকে আরও অনেক এগিয়ে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। শুধু ব্রিকস নয়, জি-২০ ক্ষেত্রেও উন্নয়নকে প্রধান এজেন্ডা করা হয়েছে হয়েছে বলে জানান। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে শেরপা বলেন, এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনে ৫০টির বেশি আফ্রিকান নেতা উপস্থিত থাকবেন। । এতে আফ্রিকা ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্কের শুধু উন্নতি হবে না, আগামী দিনে বেশি করে অংশীদারিত্ব বাড়বে বলেও মনে করছেন শেরপা। এবারের ব্রিকস সম্মেলনের থিম পুরোটাই আফ্রিকা সম্পর্কিত। আফ্রিকার উন্নতিতে ভারত যে অবদান রেখেছে, তা সম্মেলনে যাতে গুরুত্ব পায়, সেটাই প্রধান লক্ষ্য বলে জানান বিদেশমন্ত্রকের অর্থনৈতির সম্পর্কের সচিব। তিনি বলে বর্তমানে আফ্রিকার দেশগুলিতে ২০০টির বেশি ভারতীয় প্রকল্প চলছে। এর মধ্যে বেশিরভাগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। কয়েকটির কাজ এখনও চলছে বলে দাবি করেন। ১৫ তম সম্মেলনে ব্রিকসভুক্ত দেশগুলির মধ্যে এক মুদ্রা চালু করার বিষয়েও কথা হবে বলে ইঙ্গিত দিয়েছেন শেরপা দাম্মু রবি। তিনি বলেন, ইতিমধ্যে আফ্রিকার বেশ কয়েকটি দেশ জাতীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য করতে আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে ভারতও তার অংশীদারিত্ব হতে চাইছে। আর সেটাই সম্মেলনে ফোকাস করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন শেরপা। প্রসঙ্গত, মঙ্গলবার তিন দিনের ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি গ্রিস সফরে যাবেন তিনি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/qfT1ZOU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads