Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/M8x1g9c
ঝালদার ২ কাউন্সিলর হঠাৎই কলকাতায়! তড়িঘড়ি ময়দানে নেপাল-কৌস্তভ https://ift.tt/E3cG4jp

নিয়ে চর্চা থামছেই না। এবার হঠাৎই কলকাতায় কংগ্রেস সমর্থিত ২ নির্দল কাউন্সিল। কংগ্রেসের অভিযোগ, ওই দুই কাউন্সিলরকে দলে যোগ দেওয়াতেই কলকাতায় এনেছে তৃণমূল। ঘটনায় পুরুলিয়ার কংগ্রেস নেতা নেপাল মাহাতও ঘুরিয়ে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। পুরুলিয়ার ঝালদা পুরসভায় কংগ্রেস এবং তৃণমূল উভয়ের কাউন্সিলরের সংখ্য়াই ৫। ফলে দুই নির্দল কাউন্সিলরের ভূমিকা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দুই কাউন্সিলরের সমর্থনেই পুরবোর্ড গঠন করে কংগ্রেস। পরে রঞ্জন কর্মকার কংগ্রেসে যোগ দেন। কিন্তু এরই মাঝে শোনা যায় হঠাৎই কলকাতায় এসেছেন পুরসভায় দুই কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় ও রঞ্জন কর্মকার। খবর পেয়েই সঙ্গে সঙ্গে কলকাতায় পৌঁছান নেপাল মাহাত। এরপর সল্টলেকের এক গেস্টহাইসে গিয়ে তাঁদের দেখা পান নেপাল। এই প্রসঙ্গে নেপাল মাহাত সংবাদমাধ্যমকে জানান, ঝালদা পুরবোর্ড যবে থেকে গঠিত হয়েছে, তবে থেকে তৃণমূলের ঘুম নেই। গত ৬ মাস কংগ্রেসের বোর্ড চলছে। কিন্তু এই সময়ের মধ্যে ঝালদা পুরসভাকে কোনওরকম ফান্ডই দেওয়া হয়নি বলে অভিযোগ নেপালবাবুর। তাঁর আরও অভিযোগ, কিছু লোক রয়েছেন যাঁরা বলছেন তৃণমূল করলে সব পাওয়া যাবে, নয়তো কিছুই হবে না। এরকম একটা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই তৈরি করা হচ্ছে। আর তারপরেই হয়তো এই ২ জনকে ডাকা হয়েছে বলে মনে করেন নেপালবাবু। তবে আপাতত সবকিছু মিটে গিয়েছে বলেই দাবি নেপাল মাহাতর। এদিকে এদিন নেপাল মাহাতর সঙ্গে দেখা যায় কৌস্তভ বাগচীকেও। কৌস্তভ জানান, একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করে দলত্যাগ করানোর চেষ্টা হয়েছিল, যাতে ঝালদা পুরসভাকে তৃণমূলের কব্জায় আনা যায়। তবে আপাতত সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে বলেই দাবি এই কংগ্রেস নেতার। কৌস্তভ আরও জানান, নেপাল মাহাত খবর পাওয়ার পর যা ব্যবস্থা নেওয়ার নিয়েছেন। প্রসঙ্গত, ঝালদা পুরসভা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলেছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। বর্তমানে পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়। আগামী নভেম্বর মাস পর্যন্ত চেয়ারপার্সন থাকবেন তিনি। তেমনই নির্দেশ রয়েছে আদালতের। তবে বোর্ড ভেঙে দেওয়ার একটা একটা অসাধু চেষ্টা চলছে বলে অভিযোগ কংগ্রেসের। যদিও সেই চেষ্টাকে বিফল করে গোটা পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে বলেই দাবি হাত শিবিরের। সেক্ষেত্রে আপাতত ঝালদায় পুরসভায় কংগ্রেসের বোর্ড থাকছে বলেই জানাচ্ছেন নেপাল মাহাত-কৌস্তভ বাগচীরা।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/M8x1g9c
Leave Comments
Post a Comment