কলযণময়র ফইল খজ সহজ কজ ন! নবনন জনল বকশ ভবনক https://ift.tt/dGmw4gO - MAS News bengali

কলযণময়র ফইল খজ সহজ কজ ন! নবনন জনল বকশ ভবনক https://ift.tt/dGmw4gO

পার্থসারথি সেনগুপ্তমধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগ সংক্রান্ত হারানো দু'টি ফাইল খুঁজে বের করা চাট্টিখানি কথা নয়! অর্থ দপ্তরের আধিকারিকরা সম্প্রতি বিকাশ ভবনে একটি চিঠি পাঠিয়ে এই ইঙ্গিতই দিয়েছেন। হারানো ফাইল দু'টির পুনরুদ্ধার নিয়ে সিবিআইয়ের গোয়েন্দারা চাপ দিয়েছেন শিক্ষাকর্তাদের। তাই বিকাশ ভবনের তরফে নবান্নে অর্থদপ্তর ও মহাকরণের আইন দপ্তরে দু'টি জরুরি চিঠি পাঠানো হয়েছিল। দু'টি চিঠিতেই তাদের আর্জি ছিল, ওই দুই দপ্তরে এই ফাইল বা তার সঙ্গে জড়িত কোনও সারাংশ, নোটের প্রতিলিপি, এমনকী খণ্ডাংশও যদি থাকে, তা যেন সাত দিনের মধ্যে বিকাশ ভবনে পাঠানো হয়। অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে সেই চিঠির উত্তর পেয়েছে বিকাশ ভবন। যার মোদ্দা কথা, হারানো ফাইল খোঁজা সহজ কাজ নয়। এই কাজ ত্বরান্বিত করতে শিক্ষা আধিকারিকদের ওই ফাইল দু'টির ব্যাপারে আরও বিস্তারিত তথ্য-পরিসংখ্যান দিতে হবে। অর্থ আধিকারিকেরা এর কারণও ব্যাখ্যা করেছেন। তাঁদের চিঠিতে লেখা হয়েছে, 'বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে অনেক ফাইলই পাঠানো হয় অর্থ দপ্তরে। বিশেষ করে বিভিন্ন প্রস্তাবনা বিবেচনার জন্য সেগুলি পাঠানো হয়ে থাকে। সেগুলি মূলত যায় গ্রুপ বি বিভাগে। এর সঙ্গে প্রয়োজনমাফিক অডিট বা অন্যান্য বিভাগেও যায়।' এই প্রেক্ষিতে কোন ফাইল খুঁজে বের করতে কী কী জরুরি তথ্য-পরিসংখ্যান দরকার, তা-ও জানিয়েছেন অর্থকর্তারা। সেই মোতাবেক তাঁরা বিকাশ ভবনকে অনুরোধ করেছেন, ইএস/এস/১০এম-১১৯/২০১২ এবং ইএস/এস/১০এম-১১৯/২০১২ (পার্ট ওয়ান) নম্বরের 'হারিয়ে' যাওয়া ফাইল দু'টির সাবজেক্ট ম্যাটার জানাতে হবে। দ্বিতীয়ত, স্কুল শিক্ষা দপ্তরের 'ফাইল মুভমেন্ট রেজিস্টার' থেকে কোন সালের কোন তারিখ ফাইল দু'টি অর্থ দপ্তরে পেশ করা হয়েছিল, তা-ও জানানো দরকার। তৃতীয়ত, ফাইল দু'টি পাঠানোর পরে অর্থ দপ্তর যে 'অ্যাকনলজেমেন্ট রিসিপ্ট' পাঠিয়েছিল, সেগুলির ফোটোকপিও দিতে হবে। চিঠিতে এ-ও জানানো হয়েছে, খোদ অর্থসচিবের অনুমোদনক্রমেই বিকাশ ভবনে এই চিঠি পাঠানো হয়েছে।এ বিষয়ে এক সরকারি কর্তা অবশ্য বলেছেন, 'ন্যায্য কথাই তো বলেছে অর্থ দপ্তর। কিন্তু শিক্ষা দপ্তরেই এই দু'টি ফাইল সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য মিলছে না। মূল ফাইল মেলা তো দূরের কথা।'


from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/wFd0niU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads