করমতরথ পরকলপর মধযম নতন মরকট বলড হচছ নহটত সমসয নরসন হকরদর https://ift.tt/ZlvkJp6 - MAS News bengali

করমতরথ পরকলপর মধযম নতন মরকট বলড হচছ নহটত সমসয নরসন হকরদর https://ift.tt/ZlvkJp6

: উত্তর ২৪ পরগনা জেলায় নতুন হকার্স মার্কেট গড়ে তুলতে চলছে নৈহাটি পুরসভা। কর্মতীর্থ প্রকল্পের মাধ্যমে এই বহুতল মার্কেট গড়ে তোলা হচ্ছে বলে জানা গিয়েছে। হকারদের পুনর্বাসন দিতেই এই মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। স্বস্তিতে রেল স্টেশন লাগোয়া হকাররা। সূত্রে জানা গিয়েছে, নৈহাটি রেলস্টেশন এলাকার মধ্যেই ঠাকুরপাড়া রোডে মার্কেট তৈরি হয়। এই মার্কেটে ১৫০ জনেরও বেশি হকার স্টল পান। এই বহুতলের নমঙ্করণ করা হয়েছে স্বাধীনতা সংগ্রামী গোপাল বসু নামে। তবে সেখানে সকল হকার স্থান পাননি বলে অভিযোগ ওঠে। তাই প্রত্যেক হকারের জন্য আরও একটি পাঁচতলা মার্কেট গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই বহুতল নির্মাণের জন্য বাজেট দেওয়া হয়েছে ১৬ কোটি টাকা। ২০২৭ সালের মধ্যে এই মার্কেট তৈরি করার কথা বলা হয়েছে। আগামী ২০২৭ সালের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। মার্কেট এবং মার্কেট সংলগ্ন জায়গায় সৌন্দর্যায়নের কাজও করা হবে।আগের বহুতল মার্কেটে সব হকার পুনর্বাসন পাননি বলে ক্ষোভ ছিল। পুর ও নগরোন্নয়ন দফতর বিজ্ঞপ্তি জারি করে নৈহাটির অরবিন্দ রোডে আরও একটি বহুতল বাজার তৈরির কথা জানায়। কর্মতীর্থ প্রকল্পের মাধ্যমে নতুন এই ভবনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কোনও হকার যাতে বঞ্চিত না হন সেই বিষয়টি পুরসভার তরফে লক্ষ্য রাখা হবে বলে জানান হয়েছে।উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার কর্মতীর্থ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কাজের সন্ধান করে দেওয়ার জন্য এই প্রকল্প শুরু করে। পশ্চিমবঙ্গের যে সমস্ত যুবক-যুবতীর দীর্ঘদিন ধরে কাজের সন্ধান করছেন এবং বেকার হয়ে রয়েছেন, তাদের জন্যই এই প্রকল্প। মূলত বেকারত্ব দূর করার উদ্দেশ্যেই নতুন এই অভিনব প্রকল্প।যদিও কর্ম তীর্থ প্রকল্প নিয়ে কিছুদিন আগেই অভিযোগ ওঠে নদিয়া জেলায়। জেলার চোপড়া ব্লকের কাঁচা কালিহাটে একটি ভবন নির্মাণ হয়। মোট দুই কোটি ৮১ লাখ টাকা বরাদ্দে কাঁচাকালি হাটে এই ভবন নির্মাণ করা হয়। তবে অভিযোগ, কর্মতীর্থ ভবন তৈরি হলেও আসল উদ্দেশ্য পূরণ হয়নি। ব্যবসায়ীরা অভিযোগ করেন, কর্মতীর্থে বিল্ডিং নির্মাণ করতে বহু ব্যবসায়ীদের সেখান থেকে উচ্ছেদ করা হয়ে। আগে জানানো হয়, কর্মতীর্থের বিল্ডিং নির্মাণ হলে সেখানে দোকানিরা ব্যবসা করতে পারবেন। কর্ম তীর্থের বিল্ডিং নির্মাণ হলেও বহু বছর ধরে তা চালু হয়নি বলে অভিযোগ করা হয়।


from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/neED312
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads