ভালুকের হামলা থেকে বাঁচানো বডিগার্ডই পুতিনের উত্তরসূরি? https://ift.tt/a5MDmcd - MAS News bengali

ভালুকের হামলা থেকে বাঁচানো বডিগার্ডই পুতিনের উত্তরসূরি? https://ift.tt/a5MDmcd

এই সময়: দু’বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধের আবহে দিনকয়েক আগেই বড়সড় চমক দিতে দেখা গিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। পুরোনো মন্ত্রীকে সরিয়ে আচমকা দেশের প্রথম সারির এক অর্থনীতি বিশেষজ্ঞ প্রতিরক্ষামন্ত্রী পদে বসিয়েছিলেন তিনি। সে বার জল্পনা ছড়িয়েছিল, খুব সম্ভবত যুদ্ধে ‘মেপে খরচ’ করার কথা ভেবেই সের্গেই শোইগুকে সরিয়ে আন্দ্রেই বেলোসভকে নয়া প্রতিরক্ষামন্ত্রী করেছেন পুতিন। সেই জল্পনার অবসান হওয়ার ‘উত্তরসূরি’ জল্পনা উস্কে দিলেন প্রেসিডেন্ট নিজেই। তাঁকে একবার ভালুকের হাত থেকে বাঁচানো প্রাক্তন বডিগার্ড অ্যালেক্সেই দিউমিনকে কার্যত রাতারাতি সেক্রেটারি অফ স্টেট কাউন্সিল পদে নিয়োগ করলেন পুতিন। ওয়াকিবহাল মহলের দাবি, স্টেট কাউন্সিল-এর সেক্রেটারি মূলত মূলত রুশ রাষ্ট্রপ্রধানের পরামর্শদাতা হিসাবে কাজ করেন। এক অর্থে তিনিই রাশিয়ার প্রতিরক্ষা-শিল্প ক্ষেত্রে শেষ কথা হতে চলেছেন। সূত্রের খবর, এছাড়াও বাকি আর কোন দায়িত্ব দিউমিন পেতে চলেছেন, তা-ও তাঁকে দিনকয়েকের মধ্যেই বুঝিয়ে দেবেন পুতিন নিজে।সদ্যই ভোটে জিতে আরও এক দফা নিজের প্রেসিডেন্সি নিশ্চিত করেছেন পুতিন। আর সংবিধানে যে বদল তিনি এনেছেন, তাতে মোটামুটি ২০৩৬ পর্যন্ত আসন পাকা তাঁর। কিন্তু তার পরে কার হাতে উঠবে মস্কোর ভার? প্রাক্তন বডিগার্ডকে হঠাৎ এমন একটা উচ্চপদে বসানোয় প্রশ্ন উঠল— এ ভাবে কি তা হলে নিজের উত্তরসূরি তৈরি করছেন পুতিন?জল্পনা অমূলক নয়, বলছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ১৯৯৯ থেকে একটা বড় সময় পর্যন্ত পুতিনের ব্যক্তিগত বডিগার্ড ছিলেন দিউমিন। সূত্রের দাবি, পুতিন হাতেগোনা যে ঘনিষ্ঠ কয়েক জনের সঙ্গে আইস-হকি খেলেন, তাঁদের মধ্যে অন্যতম এই প্রাক্তন বডিগার্ড।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/3XiIwoN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads