Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3a1RzPB
মমতা উস্কানি না দিলে শীতলকুচির ঘটনা ঘটত না: শাহ https://ift.tt/3wOoKzI
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলায় চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে গুলিকাণ্ডের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) টার্গেট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ()। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর হাতে চারজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এদিন শাহ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি না দিলে এই ঘটমা ঘটত না। বাহিনীকে ঘেরাও করার উস্কানি দেন মমতা। মৃত্যু নিয়ে রাজনীতি করছেন তিনি। এই চারজনের মৃত্যুর জন্য কি ওঁর দায় নেই? মৃত্যু নিয়ে দু:খপ্রকাশ করেননি মমতা। শোকপ্রকাশেও বিভেদ, তোষণের রাজনীতি করছেন। ' শীতলকুচির ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাহিনীর রাইফেল লুঠের চেষ্টা হয়। আত্মরক্ষায় গুলি চালায় বাহিনী। শীতলকুচির ঘটনা দু:খজনক। ভোটের লাইনে খুন হন আনন্দ বর্মণ।' অমিত শাহ আরও বলেন, 'এই ঘটনা ছাড়া বাংলায় শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে। কথা দিচ্ছি, বাংলায় BJP ক্ষমতায় এলে রাজনৈতিক ও ভোটের হিংসা বন্ধ হবে।' উল্লেখ্য, শনিবার ভোট শুরু হতেই শীতলকুচির পাঠানটুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৮ বছরের এক যুবকের। বেলা গড়াতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর উত্তেজনা ছড়ায় জোরপাটকি এলাকায়। ১২৬ নম্বর বুথের বাইরে এলোপাথারি গুলি চলার অভিযোগ ওঠে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আরও চারজনের। নির্বাচন কমিশন জানায় CAPF জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁদের। মৃতেরা প্রত্যেকেই তৃণমূলের সমর্থক বলে খবর। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। কোচবিহারে শীতলকুচিতে গুলিকাণ্ডের পর কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। আগামী ৭২ ঘণ্টার জন্য কোচবিহার জেলায় কোনও রাজনৈতিক দলের নেতা প্রবেশ করতে পারবেন না। এমন নিষেধাজ্ঞাই জারি করল কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্য বা দেশের কোনও রাজনৈতিক নেতা ওই জেলায় আগামী তিনদিন ঢুকতে পারবেন না। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3a1RzPB
Previous article
Next article

Leave Comments
Post a Comment