Bangla News
Bengali Breaking News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/ie72cJg
ধনতেরাসে ঝাড়ু কেনার হিড়িক, দীপাবলির আগে দাম বাড়ল মাটির প্রদীপেরও https://ift.tt/4nwUjxB

ধুমধাম করেই দেশজুড়ে পালিত হল ধনতেরাস। একটা সময় বাংলাতে ধনতেরাসের রেওয়াজ অতটা প্রচলিত না হলেও, গত কয়েক বছরে বঙ্গবাসীও ধনতেরাসের উৎসবে সামিল হচ্ছে। ধনতেরাসের দিনে সোনা, রুপোর জিনিসপত্রের পাশাপাশি ঝাড়ু, মাটির প্রদীপ, হাঁড়ি সহ অন্য জিনিসও ব্যাপক দামে বিক্রি হয়। এই ধনতেরাসে সোনার ও রুপোর দাম কমলেও, চড়া দামে বিকিয়েছে ঝাড়ু ও মাটির তৈরি জিনিস। দাম বাড়লেও শুভ দিনে কেনাকাটায় ভিড় জমিয়েছেন ক্রেতারা। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের পাশাপাশি কোলাঘাট, তমলুক, হলদিয়া, চন্ডিপুর, রামনগরের বাজারে সোনার দোকানে যেমন ব্যাপক ভিড় ছিল, তেমনই ঝাড়ু ও মাটির জিনিস কিনতেও দোকানে দোকানে খরিদ্দারদের লাইন ছিল চোখে পড়ার মতোই।হলদে ধাতুর ক্ষেত্রে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার 10 গ্রাম 500 টাকা দাম কমছিল। যদিও ঝাড়ু ও মাটির জিনিসের দাম বেড়েছে। জেলার মানুষের হাতের তৈরি 100টি প্রদীপ 400- 450 টাকায় বিক্রি হচ্ছে। আবার নবদ্বীপের কারুকার্য করা মাটির প্রদীপ প্রতি পিস বিক্রি হচ্ছে 12- 15 টাকা দরে। মাটির হাঁড়ি বিক্রি হয়েছে 20 টাকা থেকে 150 টাকায় একপিস। অন্য মাটির জিনিসের দামও প্রতি পিসে প্রায় 5 থেকে 7 টাকা বেড়েছে।ধনতেরাসের শুভ মুহূর্তে সকাল থেকেই সোনা, রূপা, বাসন, ঝাড়ু কেনার হিড়িক ছিল। তবে এদিন এগুলি ছাড়াও বাজার থেকে নুন কেনেন অনেকেই। সস্তার এই জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। এদিন লবণ কেনা হলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন বলেই মনে করেন অনেকে। সোনা দোকানের মালিক অমল নায়েক জানান, র সোনা ও রুপোর দাম কমায় শুক্রবার সকাল থেকে ক্রেতারা এসেছেন ও তাঁদের সাধ্যমতো জিনিস কিনছেন। সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে অনেকে ইচ্ছা থাকলেও কিনতে পারছে না। তবে শুভ দিনে অনেকেই সোনা বা রুপোর ছোট জিনিস কেনার চেস্টা করেছেন। মালবিকা রায় নাম এক মহিলা জানান, " কমলেও অন্য জিনিসের দাম অনেকটাই বাড়ন্ত। তারই মধ্যে শুভ দিনে পরিবারের মঙ্গল কামনায় কিছু নিতে হয়েছে।"উল্লেখ্য বিষয় হল, গ্রাম বাংলায় ধনতেরাস নিয়ে কয়েক বছর আগেও সেইভাবে ধুমধাম ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে শহরের গণ্ডি পেরিয়ে গ্রাম-মফস্বলেও ছড়িয়ে পড়েছে ধনতেরাস। ফলে ব্যবসা বাড়ছে বিক্রেতাদের।
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/ie72cJg
Leave Comments
Post a Comment