ICC-র রক্ষচক্ষুতে ভবিষ্যত অন্ধকার শ্রীলঙ্কার, আদৌ আর খেলতে পারবে? https://ift.tt/kwm7e6K - MAS News bengali

ICC-র রক্ষচক্ষুতে ভবিষ্যত অন্ধকার শ্রীলঙ্কার, আদৌ আর খেলতে পারবে? https://ift.tt/kwm7e6K

যেন বিশ্বকাপ সফর শেষ হওয়ারই অপেক্ষা ছিল। শুক্রবার (১০ নভেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর নেমে এসেছে নির্বাসনের খাঁড়া। সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে আইসিসি বোর্ডে তাদের সদস্যপদও। এমনিতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার মতো ছিল না। ২০২৩ বিশ্বকাপে একের পর এক ম্যাচ হারতে হারতে তারা ক্রমশ ৯ নম্বরে নেমে এই টুর্নামেন্ট শেষ করেছে। ঝুলিতে ছিল মাত্র ৪ পয়েন্ট। এই পরিস্থিতি থেকে শ্রীলঙ্কা যে দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে, তেমন প্রত্যাশাই সকলে করেছিলেন। কিন্তু, এই নির্বাসনের খাঁড়া যাবতীয় স্বপ্ন চুরমার করে দিল।কী হয়েছে ঘটনাটি? কেনই বা শ্রীলঙ্কাকে নির্বাসিত করা হল?সূত্রের খবর, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপর সেই দেশের কেন্দ্রীয় সরকার নাকি সরাসরি হস্তক্ষেপ করেছিল। আর সেকারণেই আইসিসি-র পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার এই মর্মে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে SLC যেহেতু একটি স্বায়ত্ত্বশাসিত সংস্থা, সেকারণেই বাহ্যিক কোনও শক্তি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে একটা দেশের সরকার ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করতে পারে, তা নিয়ে বৈঠকে প্রশ্ন তোলা হয়। সেইসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও অবিলম্বে নির্বাসিত করা হয়েছে।আইসিসি-র রাগের কারণটাই বা কী?আসলে চলতি ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খুব বাজেভাবে হেরে যায় লঙ্কান ক্রিকেটাররা। এই হারের ধাক্কা সামলাতে পারেননি শ্রীলঙ্কার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। প্রথমে তো এশিয়া কাপে দেশের মাটিতেই (কলম্বো) ভারত তাদের ৫০ রানে গুঁড়িয়ে দিয়েছিল। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ সিরাজ একাই ৭ উইকেট শিকার করেছিলেন। তারপর বিশ্বকাপের মঞ্চেও সেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। মাত্র ৫৫ রানে কুশল মেন্ডিসের দল অলআউট হয়ে ফিরে যায়। এমন লজ্জার হারের পর শ্রীলঙ্কার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে গোটা ক্রিকেট বোর্ডের কর্তাদেরই বরখাস্ত করা হবে। তৈরি করা হবে এক নয়া কমিটি। এমনকী, অর্জুনা রণতুঙ্গার নেতৃত্বে একটা প্রাথমিক কমিটিও গঠণ করা হয়েছিল। এই এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করে। এই নির্বাসনে শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যত কতটা ডুবল?আইসিসি-র এই আচমকা নির্বাসনে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ভবিষ্যত আপাতত যে অন্ধকার হয়ে গেল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কারণ নির্বাসিত করার অর্থই হল, তারা আপাতত আর আইসিসি-র কোনও ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না। তবে বাঁচোয়া এটাই যে বিশ্বকাপ টুর্নামেন্টের মাঝে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তাহলে যে আরও লজ্জার মাথা খেত, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/gXz9bo2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads