Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/9SipZE1
রাহুল দ্রাবিড়ের বদলে কোচ ধোনি? পরিকল্পনা ফাঁস প্রাক্তন ভারত অধিনায়কের https://ift.tt/S86ExZG

১৬ তম IPL কে জিতবে তা কারা শেষ চারে যাবে তা নিয়ে যত আলোচনা হচ্ছে তার থেকেও বেশি আলোচনা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। তিনি কবে অবসর নেবেন, এটা কি তাঁর শেষ মরশুম, তা নিয়ে আলোচনা তুঙ্গে সমর্থকদের মধ্যে। ম্যাচের আগে টসের সময় থেকে শুরু করে বিজ্ঞাপনে ধোনিকে অবসর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ধোনি নিজে হেঁয়ালি করলেও এটা যে তাঁর শেষ মরশুম হতে চলেছে তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। ধোনি কবে অবসর নেবেন তা সময় বলবে। এবার প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার ধোনিকে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চাইলেন। তিনি মনে করেন, অবসর নেওয়ার পর ধোনির উচিত ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়া। তবে ধোনিকে কোচ হিসেবে দেখতে চাইলেও অবসর নেওয়ার পর ধোনির কুলিং অফ পিরিয়ড চান তিনি। ঠিক কী বললেন গাভাসকার?স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকার বলেন, ‘মহেন্দ্র সিং ধোনির উচিত কিছু পরে জাতীয় দলের কোচিং করানো। আমি মনে করি ওর এটাই করা উচিত। আমি বিশ্বাস করি ওর বড় দায়িত্ব নেওয়ার আগে একটা কুলিং অফ পিরিয়ড দরকার। যাতে ও নিজেকে সময় দিতে পারে। নির্বাচক কমিটিতে যেতে পারে, ম্যানেজার হতে পারে বা কোচ হতে পারে। আমি মনে করি তার আগে ওকে ২-৩ বছর বিশ্রাম নেওয়া উচিত। কারণ প্লেয়ার হিসেবে সিদ্ধান্ত নেওয়া আর ডাগআউটে বসে সিদ্ধান্ত নেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে।’ ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের মেন্টর হিসেবে ছিলেন। সেবার দল গ্রুপস্তর থেকে বেরিয়ে যান।এটাই কি ধোনির শেষ?চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি এখনও অবসর নিয়ে কিছু বলছেন। ইঙ্গিত দিয়ে দ্বিধায় রাখছেন সমর্থকদের। কিছুদিন আগে টসের পর তিনি বলেন, সবাই বলছে এটা আমার শেষ কিন্তু আমি বলছি না। তাঁর দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না জানিয়েছেন ধোনি এখনই ক্রিকেট ছাড়বেন না। তিনি পরের বছরও খেলবেন। ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। ৪১ বছর বয়স হয়ে গেলেও তিনি এখনও খেলে যাচ্ছেন। ২০১৯ সালে শেষবার তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তারপর থেকে তিনি IPL খেলে যাচ্ছেন।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/9SipZE1
Leave Comments
Post a Comment