ভাড়াটে সেনাকে জেলেনস্কি খুনের সুপারি! বদলার আগুনে হাত সেঁকছে রাশিয়া? https://ift.tt/MtD28jP - MAS News bengali

ভাড়াটে সেনাকে জেলেনস্কি খুনের সুপারি! বদলার আগুনে হাত সেঁকছে রাশিয়া? https://ift.tt/MtD28jP

এবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার ছক কষছে রাশিয়া? ড্রোন হামলা নাকি গুপ্ত ঘাতকের গুলি? কী ভাবে প্রত্যাঘাত শানাবে মস্কো? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। দু’দিন আগেই ক্রেমলিনের প্রাসাদের উপর একটি ড্রোন ধ্বংস করে রুশ বাহিনী। মস্কোর দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতেই ওই ড্রোন পাঠিয়েছিল ইউক্রেন। সূত্রের খবর, ওই ঘটনার পর থেকেই বদলা নেওয়ার পরিকল্পনা শুরু করে দেন রুশ গুপ্তচররা।উল্লেখ্য, গত বছরও একবার প্রেসিডেন্ট পুতিনের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয় বলে দাবি করেছিল মস্কো। প্রেসিডেন্টের কনভয়ের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় গুপ্ত ঘাতকরা। এতে গাড়ির সামান্য ক্ষতি হলেও কারোর প্রাণহানি হয়নি। তাছাড়া ওই গাড়িতে ছিলেন না প্রেসিডেন্ট পুতিন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, জেলেনস্কিকে হত্যার ভার ওয়াগনার গ্রুপকে দিতে পারেন প্রেসিডেন্ট পুতিন। ওয়াগনার গ্রুপ মূলত তাঁর ভাড়াটে সেনার দল। এই বাহিনীকে ইউক্রেনে পাঠানোর পর থেকেই যুদ্ধের গতি অনেকটা বদলেছে বলে দাবি বিশেষজ্ঞদের। চলতি বছতরের ফেব্রুয়ারিতে অবশ্য এই নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্ট পুতিন। ওই সময় রাশিয়া সফরে আসেন তৎকালীন ইজরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় জেলেনস্কিকে হত্যা করা হবে কিনা, এই নিয়ে প্রশ্ন করেন তিনি।জবাবে জেলেনস্কিকে হত্যা করা হবে না বলে আশ্বাস দেন প্রেসিডেন্ট পুতিন। তার পর ভলগা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সূত্রের খবর, ক্রেমলিনের প্রাসাদের ড্রোন হামলার চেষ্টা হওয়ায় মত বদলেছেন প্রেসিডেন্ট। চলতি সপ্তাহেই জেলেনস্কিকে হত্যার নীল নকশা নিয়ে রুশ গুপ্তচরদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, ক্রেমলিনে ড্রোন হামলার নেপথ্য়ে কাদের হাত রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে রাশিয়া। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি, মস্কোর মধ্যে থেকেই ওড়ানো হয়েছিল জোড়া ড্রোন। অর্থাৎ রাজধানীতেই লুকিয়ে রয়েছে পুতিনকে হত্যার ছক কষা গুপ্ত ঘাতকরা। তবে তাঁরা ইউক্রেনীয় কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি প্রেসিডেন্ট জেলেনস্কির বাসভবনের কিছুটা দূরে দু’টি ড্রোন ধ্বংস করে ইউক্রেনের বিমানবাহিনী। এর পরই তাঁকে হত্যা করতে ওই ড্রোন পাঠানো হয়েছিল বলে খবর ছড়িয়ে পড়ে।পড়ে অবশ্য বিষয়টি খোলসা করে ইউক্রেন সেনা। ড্রোনগুলি তাঁদেরই বলে জানিয়ে দেয় কিয়েভ। আকাশে ওড়ার পর সেগুলি নিয়ন্ত্রণ হারানোয় বাধ্য হয়ে ড্রোনগুলিকে ধ্বংস করতে হয়েছে। বিবৃতি জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/RLp0bzY

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads