Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/QWnw1PJ
অবশেষে ওডিশা-গুজরাট থেকে গ্রেফতার পাণ্ডে ব্রাদার্স সহ ৪ https://ift.tt/u8Ti4vR

West Bengal News : SSC নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের () ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ED। তাঁর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। তখনই প্রথম টাকার পাহাড় দেখেছিলেন রাজ্যবাসী। আর সেই স্মৃতি উসকে দিয়েছে হাওড়ার পাণ্ডে ব্রাদার্সের সম্পত্তি। পুলিশের তরফে জানানো হয়েছিল, হাওড়ার শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাই রোহিত পাণ্ডের একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। সেই পরিমাণটা ২০৭ কোটির কাছাকাছি। যদিও ওই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি তা নিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে টাকা উদ্ধারের পরই গা ঢাকা দিয়েছিলেন ও রোহিত। এতদিন তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। অবশেষে তাঁদের গুজরাট ও বাকিদের রাউরকেল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। গাড়ি ও ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা কয়েক দিন আগেই শিবপুর এলাকায় একটি আবাসনে ফ্ল্যাট ও গাড়ি থেকে নগদ আট কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। তবে শুধুমাত্র টাকাই নয় তার পাশাপাশি উদ্ধার করা হয়েছিল সোনা ও হিরের গয়নাও। কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে শিবপুরে তদন্ত চালিয়েছিল। এই ঘটনায় তাদের সাহায্য করে শিবপুর থানার পুলিশও। অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। পরে এই ঘটনার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ভিনরাজ্য থেকে গ্রেফতার পাণ্ডে ব্রাদার্স হাওড়ার শিবপুরের (Howrah ) 'রিভার ডেল'-নামে আবাসনে একটি গাড়ি থেকে ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এই গাড়িটি শৈলেশ পাণ্ডের ভাইয়ের বলে পুলিশ সূত্রে খবর। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন শৈলেশ ও তাঁর ভাই। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর অবশেষে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। শৈলেশের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তাঁর ভাই অরবিন্দ পাণ্ডে, রোহিত পান্ডে ও এক সহযোগীকে। চারজনকেই গ্রেফতার করেছে অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সেকশন। দু'জনকে গুজরাট ও বাকিদের রাউরকেল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাঁদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। ২০৭ কোটি টাকার সম্পত্তির হদিশ এদিকে আট কোটি টাকা উদ্ধারের পর তদন্তে নেমে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখার দু’টি অ্যাকাউন্ট থেকে ৭৭ কোটি টাকা লেনদেনের হদিস পায় পুলিশ। তারপর আরও ১৭টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায়। যার মধ্যে ছ’টি খতিয়ে দেখে নতুন করে প্রায় ৫৭ কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছিল কলকাতা পুলিশ। পরে বাকি অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও প্রায় ৭০ কোটি টাকার লেনদেনের হদিস মিলেছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২০৭ কোটি টাকা লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন পাণ্ডে ব্রাদার্স। অবশেষে তাঁদের খোঁজ মিলল ভিনরাজ্যে।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/QWnw1PJ
Previous article
Next article
Leave Comments
Post a Comment