Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/9ngfl4O
সুপ্রিম শুনানির অপেক্ষা, ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের https://ift.tt/Ouz618V
ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা। আগামী সোমবার থেকে ফের কর্মবিরতিতে যেতে পারেন বলে তাঁরা। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। সেই শুনানির দিকে তাকিয়ে আছেন তাঁরা। হাসপাতালের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার কী সিদ্ধান্তের কথা জানায় শীর্ষ আদালতে সেদিকে নজর রাখবেন তাঁরা। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন জুনিয়র ডাক্তাররা। শনিবার সন্ধ্যার পর জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যেরা জিবি বৈঠকে বসেন। সেই বৈঠকেই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জুনিয়র ডাক্তারেরা। তাঁদের কথায় উঠে আসে সুপ্রিম কোর্টের শুনানির বিষয়। তাঁরা বলেন, ‘হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কী জানায় এবং শীর্ষ আদালত কী বলে তা দেখা হবে, এরপরই আমরা বিকেল থেকে কর্মবিরতিতে যাব।’রাজ্যের হাসপাতালগুলিতে সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আগামী সোমবার পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর আংশিক কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করেছিলেন তাঁরা। সরকারকে একাধিক দাবি জানিয়ে কিছুটা সময় দেওয়া হয়েছিল। হাসপাতালগুলিতে চিকিৎসক, চিকিৎসা কর্মীদের সুরক্ষা প্রদানে সরকার কী পদক্ষেপ করে, সেদিকে খেয়াল রাখা হয়। এর মাঝেই শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পানিহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে। রোগীর পরিবারের সদস্যরা, হাসপাতালের চারতলায় গিয়ে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালান বলে অভিযোগ। চিকিৎসকদের ঘর থেকে টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি শুরু করবে জুনিয়র ডাক্তাররা। শুক্রবার রাতেই সাগর দত্ত মেডিক্যাল কলেজে যান পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা। শনিবার সাগর দত্ত হাসপাতালে যান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম থেকে শুরু করে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া-সহ অন্যান্য স্বাস্থ্য কর্তারা। হাসপাতালে দ্রুত সুরক্ষা ব্যবস্থা কঠোর করা হবে বলেও আশ্বাস দেন তাঁরা। আগামীকালের মধ্যেই পর্যাপ্ত সিসিটিভি লাগানো হবে বলেও জানানো হয়। কিন্তু, মৌখিক আশ্বাস পেয়ে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তাররা। সাগর দত্ত মেডিক্যাল কলেজের পরিস্থিতি যাচাই করে ফের রাজ্য জুড়ে কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/9ngfl4O
Previous article
Next article
Leave Comments
Post a Comment