জুলাই বিপ্লবে তবে লাভ কী হলো! খোলা চিঠি ইউনূসকে https://ift.tt/YFSryOI - MAS News bengali

জুলাই বিপ্লবে তবে লাভ কী হলো! খোলা চিঠি ইউনূসকে https://ift.tt/YFSryOI

কুদ্দুস আফ্রাদ ■ ঢাকাসবাইকে নিয়ে, সবার জন্য। বহু আকাঙ্ক্ষিত সেই ‘ইনক্লুসিভ সোসাইটি’ তা হলে কী ভাবে নিশ্চিত করা হবে, তা সুস্পষ্ট করে জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি লিখলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। চিঠিটি শনিবার সাংবাদিকদের সামনে পাঠও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন।চিঠিতে নিজেদের সম্পর্কে বলতে গিয়ে শিক্ষকরা লিখেছেন, ‘গত এক দশক ধরে এ নেটওয়ার্কের মাধ্যমে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার নানাবিধ অন্যায়, নিপীড়ন ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছি। কোনও দিনই সরকারের পক্ষে-বিপক্ষে ছিলাম না, এখনও নই। আমরা আছি গণতন্ত্রের জন্য, ন্যায়ের দন্য। সেই সূত্রেই জুলাই অভ্যুত্থানের উত্তাল সময়ে শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছি। কিন্তু পরিতাপের বিষয়, অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত লক্ষ্য করছি। এ সব জমায়েত থেকে অপছন্দের গোষ্ঠী ও দলের বিরুদ্ধে কেবল হিংসাত্মক কথাবার্তাই বলা হচ্ছে না, ক্ষেত্র বিশেষে সে সব মানুষের ওপর হামলাও হচ্ছে। কেন? স্বাধীনতাকামী সকলের আরও ধৈর্য দেখানো প্রয়োজন, সে কথাও মনে রেখেও বলব— এত হিংসা কেন?’জাতীয় পাঠ্যপুস্তক কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে অন্তর্ভুক্ত করায় জামায়াতে ইসলামি ও হেফাজতে ইসলামির কয়েকজন মৌলভি তীব্র আপত্তি জানায়। ওই দুই শিক্ষকের গায়ে ধর্মবিদ্বেষী ছাপ্পা মেরে ও বাদ দিয়ে দু’জন মৌলভিকে এ কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানানোর পরে এ দিন ওই কমিটি ভেঙেও দেওয়া হয়। শিক্ষকরা এই ঘটনার উল্লেখ করেন চিঠিতে। ধর্ম নিয়ে ফেসবুকে লেখায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে কেন উগ্র পড়ুয়ারা চাপ দিয়ে চাকরি ছাড়িয়েছে, সে প্রশ্নও তোলা হয়েছে চিঠিতে।ক্ষুব্ধ শিক্ষক নেটওয়ার্কের কথায়, ‘মেয়েদের উপর হামলা, নিগ্রহ হয়েছে। মাজার, মন্দিরে ভাঙচুর হয়েছে। এতে তো নাগরিকদের নিরাপত্তাবোধের অভাব তীব্রতর হবে! তা হলে আর এত দামে কেনা জুলাই বিপ্লবে লাভ কী হলো?’


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/cyelWM1
Previous article
This Is The Newest Post
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads