পারফরম্যান্স না থাকলেই কোপ, ইঙ্গিত অভিষেকের https://ift.tt/NRAaBgi - MAS News bengali

পারফরম্যান্স না থাকলেই কোপ, ইঙ্গিত অভিষেকের https://ift.tt/NRAaBgi

এই সময়: ‘পারফর্ম অর পেরিশ’— এই আপ্তবাক্য অনুসরণ করেই আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনে অদলবদল করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই ২০২৬-এর বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করতে চাইছেন তিনি। সদ্য হওয়া লোকসভা নির্বাচনে যে পঞ্চায়েত অথবা পুর এলাকায় জোড়াফুলের প্রত্যাশিত ফলাফল হয়নি, সেখানে পঞ্চায়েত-পুরসভার জনপ্রতিনিধি থেকে সাংগঠনিক নেতৃত্বকে তার দায় নিয়ে সরে যেতে হবে বলে রবিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে নেতৃত্ব দেখেছেন, রাজ্যের অধিকাংশ পুরসভা জোড়াফুলের হাতে থাকলেও শহর এলাকায় কিছু জায়গায় বিজেপির ভোট বেড়েছে। কলকাতা-সহ বহু পুরসভায় অনেক ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে বিজেপি লিড নিয়েছে। একই ভাবে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে জোড়াফুলের আধিপত্য থাকলেও পঞ্চায়েত ভোটের সাফল্যের প্রতিফলন লোকসভা নির্বাচনে হয়নি। ফলাফলের এই ট্রেন্ড দেখেই অভিষেক এ দিনের সভায় বলেন, ‘যাঁরা এই নির্বাচনে পঞ্চায়েত প্রধান, পুরসভার চেয়ারম্যান পদে থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, যাঁদের এলাকায় প্রত্যাশিত ফল হয়নি, আমরা সেখানের টাউন সভাপতি এবং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একই ভাবে গ্রাম পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না।’তৃণমূলের একদল নেতা পঞ্চায়েত-পুরভোটে যতটা খাটাখাটনি করেন, তাঁদের কর্মকাণ্ড লোকসভা-বিধানসভা ভোটে অন্যরকম হয়ে যায় বলে দলের সর্বোচ্চ নেতৃত্বের মূল্যায়ণ। প্রতিটি ভোটে দলের সমস্ত নেতা-কর্মীর যাতে একই ধরনের সক্রিয়তা থাকে, তার জন্য উদ্যোগী হতে চাইছেন অভিষেক। তাঁর কথায়, ‘পুরসভা নির্বাচনে টিকিট পাবেন, জিতবেন, কিন্তু লোকসভা ও বিধানসভায় দল প্রত্যাশিত ফল করবে না! যত বড় নেতার ছত্রচ্ছায়ায় আপনি থাকুন, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। পঞ্চায়েতে টিকিট পাবেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান হবেন, আপনি আপনার ভোটে জিতবেন আর বিধানসভা, লোকসভা নির্বাচনের সময়ে ভাববেন—মমতা বন্দ্যোপাধ্যায়, এসে একটা মিটিং করবে। (তাতেই) প্রার্থী জিতবে। গায়েগতরে যে পরিশ্রম আপনি আপনার (পুর-পঞ্চায়েত) নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটি নির্বাচনে করতে হবে।’ পুর ও পঞ্চায়েত ভোটে তৃণমূলের অনেক নেতা যে পরিশ্রম করেছেন, লোকসভা-বিধানসভায় সেটা করলে জোড়াফুলের ফলাফল আরও ভালো হতে পারত বলেও তৃণমূল নেতৃত্বের মূল্যায়ণ। উল্লেখ্য, পুরুলিয়া, বালুরঘাটের মতো আসনে অল্প ব্যবধানে বিজেপি জয়ী হয়েছে।গত ১২ জুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ‘স্বল্প বিশ্রাম’-এ যাওয়ার কথা বলেছিলেন অভিষেক। তখন অনেকেরই কৌতূহল ছিল, এই সময়টায় তিনি কী করবেন। এদিন অভিষেক নিজেই বলেন, ‘এই যে এক-দেড় মাস কোনও রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। আগামী তিন মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি।’কী ফল দেখতে পাওয়া যাবে?২০২১-এর বিধানসভা নির্বাচনের পর অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন। এই দায়িত্ব নেওয়ার পর থেকে সংগঠনের সমস্ত স্তরে পদাধিকারীদের কাজের অ্যাপ্রেইজ়াল শুরু করেছেন তিনি। লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে আগামী তিন মাসের মধ্যেই পারফরম্যান্সের নিরিখে পদক্ষেপ করতে চাইছেন অভিষেক। তাঁর কথায়, ‘আগামী দিনের লড়াই আরও বৃহত্তর। আমাদের ২০২৬-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যাঁরা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের কর্মীদের কথা ভাবতে হবে। নিজের কথা ভাবলে চলবে না।’ এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সভায় বলেন, ‘যাঁরা নির্বাচিত হয়ে মানুষকে সেবা দেবেন না, তাঁদের সঙ্গে সম্পর্ক রাখব না। মানুষকে পরিষেবা দেওয়া আমাদের কাজ। গাড়িতে ঘোরার থেকে পায়ে হেঁটে ঘোরা ভালো।’


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/cLjkf2a
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads