বাজেট ছোট বিনিয়োগকারীদের সুযোগ দিতে পারে https://ift.tt/4btz963 - MAS News bengali

বাজেট ছোট বিনিয়োগকারীদের সুযোগ দিতে পারে https://ift.tt/4btz963

নীলাঞ্জন দেঅগণিত ছোট-সাধারণ বিনিয়োগকারীদের জন্য আজ পেশ হওয়া বাজেট খুব ইতিবাচক বার্তা বহন করতে পারে। লগ্নির পক্ষে সহায়ক নীতি, যা সেভিংস তথা ইনভেস্টমেন্টের জন্য সুবিধাজনক, চলে এলে তা অবশ্যই তাঁদের নতুন সুযোগ এনে দেবে। বিশদে আলোচনার আগে সংক্ষেপে কয়েকটি বিষয়:১) ভারতে সঞ্চয়ের ধরনধারণ বিলক্ষণ পাল্টে যাচ্ছে। বহু সংখ্যক সাধারণ মানুষ আজ ফিক্সড ডিপোজ়িট তথা অন্য ফিক্সড ইনকাম সিকিওরিটিজ় ছেড়ে স্টক মার্কেটে লগ্নি করছেন।২) অনেক লগ্নির নতুন প্রোডাক্ট ও স্ট্র্যাটেজি (কৌশল) আজ চলে এসেছে প্রধানত প্রফেশনালদের দৌলতে। এঁদের সাহায্যে বাজারমুখী হচ্ছেন অনেক ছোট লগ্নিকারীও।৩) আগামী দিনে সহায়ক নীতি-নিয়মের কারণে এই ট্রেন্ড আরও বাড়বে বলে বোঝা যাচ্ছে। নতুন প্রজন্মের জন্য প্রযুক্তি-নির্ভর বিনিয়োগ আরও সহজ হয়ে উঠবে।বাজেটে কী আসতে পারে? বিভিন্ন প্রস্তাবের নির্যাস:বিভিন্ন প্রেজ়েন্টেশন এবং প্রস্তাব, মূলত যেগুলি বাজারের নানা ইনভেস্টর অ্যাসোসিয়েশন এবং ট্রেড অর্গানাইজ়েশন পেশ করেছে, দেখে মনে হয় সরকারের কাছে অনেক জরুরি বার্তা ইতিমধ্যেই পৌঁছেছে।সংক্ষেপে যা- ১) ডিরেক্ট ট্যাক্স সংক্রান্ত ও ২) অ্যাসেট ক্লাস সংক্রান্তক) ইকুইটি মার্কেটকে জোরদার করা দরকার। প্রয়োজন উন্নততর পরিকাঠামো, যথেষ্ট লিকুইডিটি এবং অবশ্যই যথাযথ গভর্ন্যান্স।খ) ডেট মার্কেটে চাই আরও স্বচ্ছতা, বিভিন্ন ইনসেনটিভ এবং দীর্ঘমেয়াদি লগ্নি উৎসাহ দেওয়ার বিষয়ে ইতিবাচক পলিসি।গ) রিটেল লগ্নিকারীদের জন্য চাই মিউচুয়াল ফান্ড সংক্রান্ত রিফর্ম। নতুন অ্যাসেট ক্লাস (যা সেবি প্রস্তাব রেখেছে) এলে তা বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে।ঘ) পেনশন এবং রিটায়ারমেন্ট ক্ষেত্রে চাই আরও বেশি রিফর্ম। এ ব্যাপারে ভারতে বহু তর্কাতর্কি চলছে। ভবিষ্যতে এই স্পর্শকাতর বিষয়ে অনেক পরিবর্তন এই বাজেটে সূচনা হলে তা আশা জাগাবে।মার্কেট লিঙ্কড বা মিউচুয়াল ফান্ড লিঙ্কড রিটায়ারমেন্ট স্কিম (MLFRS) ইতিমধ্যেই আলোচিত হয়েছে বিভিন্ন মহলে। NPS বা নিউ পেনশন স্কিমের সমতুল্য করার ব্যাপারে এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্ট লবি। বিশেষত, Section 80 CCD (1) এবং Section 80 CCD (1B), যেগুলি ইনকাম ট্যাক্সের জরুরি ধারা বলে পরিচিত, এখানে প্রাসঙ্গিক হবে। MLFRS এলে তা লং টার্ম গ্রোথের পক্ষে সহায়ক হবে। সাধারণ বিনিয়োগকারীরা নিজেদের পেনশন এখান থেকে পেতে পারবেন বলে অনেকে অভিমত প্রকাশ করেছেন। আনঅর্গানাইজ়ড সেক্টরের পক্ষে তা খুব প্রয়োজনীয় ভূমিকা নিতে পারবে। এছাড়াও সাধারণ 'হাউজ়হোল্ড সেভিংস' ভালো ভাবে দীর্ঘমেয়াদি অ্যাসেটে লগ্নি করার সুযোগ আসবে, তাতে বাজার ও জনসাধারণ, দুপক্ষেরই উপকার।সরাসরি না হলেও, পেশাদার মধ্যস্থকারীর মাধ্যমে যাতে বাজারে লগ্নি আরও করা যায়, তার দরজা খুলে দিতে পারে এই বাজেট এবং বাজেট পরবর্তী নীতি সমূহ বলে মনে করা হচ্ছে। সরকার ইতিমধ্যেই 'এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড' (ইটিএফ) ব্যবহার করে সুফল পেয়েছে। ইটিএফ, যেখানে নির্দিষ্ট সূচক (ইনডেক্স) অগ্রণী ভূমিকায় থাকে, প্রক্রিয়াটি খুবই সহজ এবং সাশ্রয়ী করে তুলতে সক্ষম। বস্তুত, ইটিএফ ব্যবহার করে সারা বিশ্বের মার্কেটগুলিতে বিভিন্ন অ্যাসেট ক্লাসে লগ্নি করেন বহু ইনভেস্টর। ভারতে এর জনপ্রিয়তা অবশ্যই বাড়ছে এবং তার জন্য সরকারের নিয়মনীতি অনেকাংশে দায়ী।ট্যাক্স- সিকিওরিটিজ় বেচে দেওয়ার লাভের নিরিখেক্যাপিটাল গেইনসের উপর আয়কর ধার্য করার বিষয়ে অনেকেই জানতে আগ্রহী এবং আসন্ন বাজেটে এই প্রসঙ্গে কোনও নতুন দিশা দেখাতে পারবে কি না, তা কৌতূহলের বিষয়। বিশেষ করে স্টক মার্কেটে পাওয়া লাভের উপর কোনও ছাড় পাওয়া গেলে বিনিয়োগকারীরা অবশ্যই উৎসাহিত হবেন বলে আশা করা যায়। যে প্রস্তাবগুলি পেশ করা হয়েছে-ইকুইটির উপর লং টার্ম ক্যাপিটাল গেইনসের জন্য এখনকার থ্রেশহোল্ড লিমিট বছরে ১ লক্ষ টাকা। এই লিমিট বর্তমান পরিস্থিতিতে খুবই কম। তাই লিমিট ন্যূনতম ২ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অবশ্য এ ক্ষেত্রে 'লং টার্ম' অর্থে এক বছর (তিন বছর, যদি ডেট হয়) ধরা হচ্ছে। ট্যাক্সের হার যদি কেবল ১০ শতাংশ রাখা থাকে, তাহলে সুবিধা হয়। এছাড়াও প্রস্তাব দেওয়া হয়েছে যে ইকুইটির ক্ষেত্রে হোল্ডিং পিরিয়ড যদি ৩৬ মাস পেরিয়ে যায়, তা হলে লাভের উপর আর আয়কর ধার্য করা হবে না।এই প্রসঙ্গে বলা যেতে পারে যে ট্যাক্স ছাড়ের জন্যও নতুন প্রস্তাব আনা হয়েছে, বাজেটে তার ইঙ্গিত পেলে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। যেমন, ধরা যাক প্রস্তাবিত ডেট-লিঙ্কড সেভিংস স্কিম (ডিএলএসএস)। এই ডিএলএসএস খুবই উপযোগী হবে বলে আশা করা যায়। কারণ, এর মাধ্যমে ট্যাক্স ছাড় তো পাওয়া যাবেই, একই সঙ্গে ডেট মার্কেটে বড়সড় বিনিয়োগ সম্ভবপর হবে। ঘটনাচক্রে ইকুইটি-লিঙ্কড সেভিংস স্কিম (যা এখন বর্তমান) লগ্নিকারীদের আয়কর আইনের সেকশন ৮০সি-র আওতায় ছাড় দেয়। প্রস্তাবিত ডিএলএসএস-ও তেমনই কোনও সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বাজেটের প্রাক্কালে একগুচ্ছ নতুন প্রস্তাব ছোট বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ আনতে পারে। লেখক লগ্নি বিশেষজ্ঞ, মতামত ব্যক্তিগত


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/bP9gojH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads