Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/EdA9bqj
চাকরি হারালেন শৈশবের কোচ, পাশে সূর্যকুমার যাদব https://ift.tt/YcWKQBg

নিজের কেরিয়ারে ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব। তিনি সদ্য টিম ইন্ডিয়ার টি২০ অধিনায়ক হয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে তিনি অধিনায়ক হিসেবে নিজের মেয়াদ শুরু করবেন। একদিকে তিনি যেখানে ভালো সময় কাটাচ্ছেন সেই সময়ে তাঁর শৈশবের কোচ চাকরি হারালেন। ২৪ বছর ধরে চাকরি করার পর তাঁকে বরখাস্ত করা হয়। পেট চালানোর জন্য এখন তিনি ১০ হাজার টাকা বেতনের একটি চাকরি করছেন। সম্প্রতি এই খবরটি সামনে এসেছে।সূর্যকুমার যাদবের শৈশবের কোচ অশোক আশালকরকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে বরখাস্ত করা হয় চাকরি থেকে। তিনি বার্কের সঙ্গে কোচ ও মাঠকর্মী হিসেবে কাজ করতেন। এতদিন আগে তাঁর চাকরি গেলেও এখন খবরটি সামনে আসে। আচমকাই তাঁকে বরখাস্ত করা হয় বলে জানা গিয়েছে। এখন তিনি পেট চালানোর জন্য একটি ইন্ডোর টার্ফে কোচিং করাচ্ছেন, যেখানে তাঁর বেতন ১০ হাজার টাকা। বেতন পেতেন ৪১ হাজার টাকা৬১ বছর বয়সী অসালকর জানান, ১৯৮৯-৯০ সালে তিনি বিএআরসি (ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র) মাঠে মাঠকর্মী ও কোচ হিসেবে কাজ শুরু করেন। তখন তিনি প্রতি মাসে ৩ হাজার টাকা বেতন পেতেন। ২০২৩ সালের ডিসেম্বরে অনুশক্তিনগর স্পোর্টস ম্যানেজমেন্ট কমিটি (এএসএমসি) তাঁকে কোচিংয়ে আসতে বারণ করে দেয়। সেই সময় তিনি মাঠকর্মী হিসেবে কাজ করার জন্য প্রতি মাসে ২৬ হাজার টাকা এবং কোচিং এজেন্সি থেকে কোচিংয়ের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন পেতেন। চাকরি হারানোর পর তিনি বাড়িতে জানাননি বিষয়টা, বদলে চেম্বুরের একটি টার্ফে কোচিং করানো শুরু করেন, এরজন্য ১০ হাজার বেতন পান। তবে পরিবারকে না জানালেও সূর্যকুমারকে জানান তিনি। তিনি সূর্যকে জানান যে তাঁর চাকরি হারানোর পিছনে কে রয়েছে। তিনি জানান, একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি মালওয়ান গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে ফেরার পর তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন সহকর্মীরা। আপাতত তিনি ও সূর্যকুমার মিলে একটি অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা করছেন, যেখানে তরুণ ক্রিকেটারদের সাহায্য করা হবে। এই বিষয়ে সূর্য ও তিনি ঐক্যমত পোষণ করেছেন বলে জানান অশোক আশালকর।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/EdA9bqj
Leave Comments
Post a Comment