Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/EUHFx1g
শিবাজির মূর্তি ভাঙা নিয়ে ক্ষমা চাইলেন খোদ নমো https://ift.tt/w4ZTOl5

এই সময়: সামনেই , তার আগে ভাঙার ঘটনা ঘিরে রাজনীতি তুঙ্গে। খারাপ নির্মাণসামগ্রী দিয়ে মূর্তি তৈরির অভিযোগে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার যখন বেশ কোণঠাসা, সেই সময়ে ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মহারাষ্ট্রের পালঘরে বধাবন পোর্ট প্রজেক্টের শিলান্যাস অনুষ্ঠানে দাঁড়িয়ে শিবাজির মূর্তি ভাঙার জন্য ক্ষমাপ্রার্থনা করতে শোনা গেল খোদ প্রধানমন্ত্রীকে!মোদীর বক্তব্য, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটা নাম নয়। তিনি শুধু রাজা নন, তিনি আমাদের ঈশ্বর। আমি তাঁর পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমাপ্রার্থনা করতে চাই। যাঁরা ছত্রপতি শিবাজি মহারাজকে আরাধ্য বলে মনে করেন, তাঁদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি। তাঁদের ভাবাবেগ কতটা আহত হয়েছে, সেটা আমি বুঝি।’গত ২৬ অগস্ট মহারাষ্ট্রের সিন্ধদুর্গে শিবাজি মহারাজের ৩৫ ফুটের একটি মূর্তি ভেঙে পড়ে। গত ৪ ডিসেম্বর, নেভি দিবসে সেই মূর্তির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী নিজে। সেই মূর্তি ভেঙে পড়ার ঘটনায় মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারকে কাঠগড়ায় তোলে বিরোধী মহাবিকাশ আগাড়ি জোট। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পদত্যাগ দাবি করে তারা। শিবসেনার নেতা আদিত্য ঠাকরের বক্তব্য ছিল, ‘আমাদের ভগবান ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি এভাবে ভেঙে পড়ে গেল, এটা বিজেপির দুর্নীতির ফল।’মুখ্যমন্ত্রী শিন্ডের অবশ্য দাবি ছিল, এই মূর্তি নৌসেনা বানিয়েছিল। সমুদ্রে নোনা হাওয়া, বৃষ্টি এবং ঝড়েই সেটি ভেঙে পড়েছে। মূর্তি দ্রুত সারিয়ে দেওয়ার আশ্বাসও দেন শিন্ডে। কিন্তু এভাবে নৌসেনাকে কাঠগড়ায় তোলার ঘটনায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়েন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তবে, মূর্তি ভাঙার এই ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতীয় নৌসেনা। শোনা যাচ্ছে, মূর্তি ভাঙার দিন ছয়েক আগে এই মূর্তির খারাপ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ নৌসেনাকে চিঠি লিখেছিল মহারাষ্ট্রের পূর্ত দপ্তর। তাদের বক্তব্য ছিল, নোনা হাওয়া ও জলে মূর্তির নাটবল্টুতে ইতিমধ্যেই মরচে পড়ে গিয়েছে, যে কোনও মুহূর্তে স্ট্যাচু ভেঙে পড়তে পারে। দিন ছয়েকের মধ্যেই এই অবস্থা। ইতিমধ্যে মূর্তি ভাঙার ঘটনায় স্ট্রাকচারাল কনসালট্যান্ট চেতন পাতিলের নামে এফআইআর করা হয়েছিল। কোলাপুর থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি।তবে শুক্রবারের অনুষ্ঠানে হিন্দুত্ববাদী বীর সাভারকরের অপমান নিয়ে বিরোধীদের বিঁধতে ছাড়েননি মোদী। লন্ডনের এক অনুষ্ঠানে সাভারকরের ব্যাপারে মিথ্যে অভিযোগ তুলেছেন বলে দাবি করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ভিডি সাভারকরের নাতি সাত্যকি। সেই মামলা এখনও চলছে। সেই প্রসঙ্গ টেনে এ দিন মহারাষ্ট্র থেকে মোদীর খোঁচা, ‘আমাদের মূল্যবোধ আলাদা। আমাদের কাছে দেবতার থেকে বড় আর কিছুই নেই। কিছু লোক বীর সাভারকরকে অপমান করতে থাকেন, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে রাজি নন। উল্টে কোর্টে গিয়ে মামলা লড়তে রাজি।’ কংগ্রেস অবশ্য এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/EUHFx1g
Leave Comments
Post a Comment