ওয়াকফ, ইউপিএসসি নিয়ে সঙ্ঘের তোপেই ‘পদ্ম’ https://ift.tt/oCv9Fmf - MAS News bengali

ওয়াকফ, ইউপিএসসি নিয়ে সঙ্ঘের তোপেই ‘পদ্ম’ https://ift.tt/oCv9Fmf

এই সময়, নয়াদিল্লি: ২০২৪-এর লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকেই সংঘাতের পটভূমি তৈরি হয়ে গিয়েছিল৷ সেই পটভূমিতে দাঁড়িয়েই এবং বিজেপির নীতির তীব্র সমালোচনা করেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত৷ এর পাল্টা জবাব এসেছিল বিজেপির দিক থেকেও৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বোঝানোর চেষ্টা করেছিলেন, দল হিসেবে বিজেপি একাই পথ চলতে সক্ষম। কিন্তু ধাত্রী সংগঠন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ’ (আরএসএস)-এর প্রশ্নের মুখে যে বিজেপিকে আবার পড়তেই হবে, সেই ইঙ্গিতও মিলেছিল। সেই আশঙ্কাই সত্যি হলো। টানাপড়েনের এই আবহে কেরালায় আয়োজিত আরএসএস সমন্বয় বৈঠকে ফের প্রশ্নচিহ্নের সামনে পড়ল বিজেপির শীর্ষ নেতৃত্ব৷শুক্রবার ছিল এই বৈঠকের প্রথম দিন। সূত্রের খবর, ওয়াকফ সংশোধনী বিল এবং ইউপিএসসি ল্যাটারাল এন্ট্রি নিয়ে এদিন সঙ্ঘ পরিবারের তোপের মুখে পড়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ সম্প্রতি এই দু’টি ইস্যুতেই পিছু হটতে হয়েছে মোদী সরকারকে৷ সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করার পরে বিরোধীদের চাপের মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে সরকার৷ শুধু বিরোধী নয়, সরকারের অন্দরেও এই বিলটি নিয়ে ক্ষোভ ছিল শরিকদের মধ্যে৷ তার পরেও কেন তড়িঘড়ি বিলটিকে সংসদে পেশ করা হলো, শুক্রবার প্রশ্ন তোলা হয়েছে সঙ্ঘ পরিবারের তরফে৷ একইরকমভাবে প্রশ্নচিহ্নের সামনে পড়েছে ইউপিএসসি ল্যাটারাল এন্ট্রি ইস্যুটিও৷ পূজা খেড়করের নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হতেই প্রশ্নের মুখে পড়েছিল ইউপিএসসি-র নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা। এই পরিস্থিতিতে ল্যাটারাল এন্ট্রি নিয়ে প্রথমে বিজ্ঞপ্তি প্রকাশ করেও পরে পিছু হটেছে সরকার পক্ষ৷ বিরোধীদের প্রবল প্রতিবাদ ও আক্রমণের মুখে প্রত্যাহার করে নেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তি৷ বিশ বাঁও জলে চলে গেছে ল্যাটারাল এন্ট্রি নিয়োগের ভাবনা৷ সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন বি এল সন্তোষ-সহ বিজেপির প্রথম সারির একাধিক নেতা৷ সঙ্ঘ পরিবারের তীব্র সমালোচনার মুখে পড়ে তাঁরা সকলে নীরব থেকেছেন বলেই খবর।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/N4t1qH7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads