Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3rACQDc
ইডেনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ, সিলমোহর বোর্ডের https://ift.tt/33YDKRZ

এই সময় ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেন্সেই আয়োজিত হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের ক্রিকেট সিরিজ। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে সিলমোহর দেওয়া হল। আগামী ফেব্রুয়ারি মাসে ভারতে সাদা বলের ক্রিকেট খেলতে আসছে ক্য়ারিবিয়ান ক্রিকেট ব্রিগেড। এই সফরে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্য়াচের ওডিআই এবং টি-২০ সিরিজ খেলতে হবে। বোর্ডের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। নয়া সূচি অনুসারে জানানো হয়েছে, একদিনের সিরিজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। পাশাপাশি টি-২০ সিরিজটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ছ'টির পরিবর্তে দুটি ভেন্যুতেই এই দুটো সিরিজ আয়োজন করা হবে। বেশি যাতায়াত এবং দলের মুভমেন্টের কারণে জৈব সুরক্ষা বলয় ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকেই যায়। সেকারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত বুধবার BCCI-র ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটি একটি বৈঠকের আয়োজন করেছিল। সেই সময় বোর্ড সূত্রে জানা গিয়েছিল, ইডেনের ভাগ্যে বোধহয় একদিনের ক্রিকেট সিরিজের শিকে ছিঁড়তে চলেছে। কিন্তু আজ বোর্ডের পক্ষ থেকে আজ গোটা ব্যাপারটা স্পষ্ট করে দেওয়া হল। ইতিপূর্বে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে আহমেদাবাদ (৬ ফেব্রুয়ারি), জয়পুর (৯ ফেব্রুয়ারি) এবং কলকাতায় (১৩ ফেব্রুয়ারি) তিন ম্যাচের একদিনের সিরিজ আয়োজন করা হবে। তবে বুধবার বোর্ডের ওই বৈঠকের পরই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ক্যারিবিয়ান সফর কাটছাঁট করা হতে পারে। করোনা অতিমারির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ এই সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে। ইতিপূর্বে ঠিক ছিল যে এই তিনটে ম্যাচ কটক, বিশাখাপাটনম এবং তিরুবনন্তপুরমে আয়োজন করা হবে। পাশাপাশি এই তিনটি ম্য়াচ যথাক্রমে ১৫, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি আয়োজন করার কথা ছিল। তবে এই সূচিতেও অনেকটাই পরিবর্তন করা হল। গোটা সিরিজটাই কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে। পরিবর্তিত সূচি অনুসারে প্রথম ম্যাচটি ১৬ ফেব্রুয়ারি আয়োজন করা হবে। পরের দুটো ম্য়াচ অবশ্য অপরিবর্তিত তারিখেই খেলা হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে ভারতের। এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জিততে পারে কি না, এখন সেটাই দেখার।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3rACQDc
Previous article
Next article
Leave Comments
Post a Comment