ATM-এ নজর রাখুন সবুজ আলোতে, খালি হতে পারে অ্যাকাউন্ট https://ift.tt/3rJMymC - MAS News bengali

ATM-এ নজর রাখুন সবুজ আলোতে, খালি হতে পারে অ্যাকাউন্ট https://ift.tt/3rJMymC

এই সময় ডিজিটাল ডেস্ক: বর্তমানে সাইবার ক্রাইমের ঘটনা মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে পাল্লা দিয়ে অনলাইন লেনদেনেও ফ্রড বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। থেকে সহজ লেনেদেনে সুবিধা যেমন বেড়েছে, তেমনই সাধারণ মানুষকে অসুবিধার মধ্যেও পড়তে হচ্ছে। প্রায় প্রতিদিনই ATM জালিয়াতির নতুন নতুন ঘটনা সামনে আসছে। বিপদ এড়াতে সতর্ক থাকুন ATM-এর বিপদ এড়াতে সতর্ক থাকতে হবে। এরফলে যে কোনও অপ্রীতিকর ঘটনার হাত থেকে বাঁচা যাবে। কোনও ATM থেকে টাকা তোলার আগে দেখে নিতে হবে, সেই ATM সুরক্ষিত কিনা। ATM-এর সবচেয়ে বড় বিপদ হল এর ক্লোনিং। দেখে নেওয়া যাক, কী ভাবে আপনি বিপদে পড়তে পারেন। এভাবে চুরি হতে পারে ATM মেশিনে কার্ডটি যে স্লটে ঢোকানো হয়, সেখান থেকেই হ্যাকাররা গ্রাহকের ডেটা চুরি করে। হ্যাকাররা মেশিনের কার্ড স্লটে এমন একটি ডিভাইস রাখে, যা গ্রাহকের কার্ডের সম্পূর্ণ তথ্য স্ক্যান করে নেয়। এরপর তা চুরি করে নেয়। এছাড়া হ্যাকাররা ক্যামেরা দিয়ে পিন নম্বর ট্র্যাক করতে পারে। তাই এই ব্যাপারে নজর রাখতে হবে। যখনই ATM-এ পিন নম্বর টাইপ করবেন, তখন হাতের আড়াল করতে হবে। যাতে CCTV ক্যামেরায় তা ধরা না পড়ে। কার্ড ব্যবহার করার আগে মেশিনের কার্ড স্লটটি সাবধানে পরীক্ষা করতে হবে।যদি মনে হয় ATM কার্ডের স্লটে কোনও টেম্পারিং করা হয়েছে বা স্লটটি ঢিলেঢালা তবে তা ব্যবহার করা উচিত না। সবুজ আলোর দিকে নজর রাখুন কার্ড স্লটে কার্ড ঢোকানোর সময় এটিতে সবুজ আলো জ্বলে কিনা, সেদিকে নজর রাখতে হবে। স্লটে সবুজ আলো জ্বললে ধরে নিতে পারেন ATM নিরাপদ। তবে কোনও আলো না জ্বললে বা লাল আলো জ্বললে সেই ATM ব্যবহার না করাই বাঞ্ছনীয়। পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কখনও কোনও ব্যক্তির মনে হয়, তিনি হ্যাকারদের পাল্লায় পড়েছেন ও সেসময় ব্যাঙ্কও বন্ধ হয়ে গিয়েছে। তবে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত। যত তাড়াতাড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে, তত অপরাধীকে ধরা সম্ভব হবে। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন এই সময় ডিজিটালের ব্যবসার পাতায়। একই সঙ্গে কোন ধরনের খবর আপনার পছন্দ, তা জানান কমেন্ট বক্সে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3FTMmqe

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads