Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/35ejU5K
বাজারে সস্তা রুই-কাতলা! চড়া দাম জিওল মাছে https://ift.tt/3qPxO6D

এই সময় ডিজিটাল ডেস্ক: বাজারে শনিবার সাধারণত একটু কম থাকে। তবে বিগত বেশ কিছুদিন ধরেই সস্তা রয়েছে মাছের দাম। বিশেষ করে রুই মাছের দাম রয়েছে অনেকটা কম। বাজারে মাংসের চেয়ে কম দাম রয়েছে রুই মাছের। তবে জিওল মাছের দাম কিন্তু চড়া। মাঝারি আকারের কই মাছের দাম রুই মাছের দ্বিগুণ। কাতলা মাছের তুলনাতেও দাম বেশি কইয়ের। ছোট পাবদা মাছ ও কই মাছের দাম রয়েছে সমানই। অন্যদিকে বেশ কিছু সবজির দাম কম রয়েছে বাজারে। আবার কিছু সবজির দাম বেশি। পটল এখন বাজারে তেমন পাওয়া না যাওয়ায় এই সবজির দাম প্রায় 100 টাকা। অন্যদিকে দামে পতন ঘটেছে টমেটো, ব্রকোলি, পেঁপের। পাইকারি বাজার থেকে সবজি কিনেই তা বাজারে বিক্রি করেন খুচরো বিক্রেতারা। তাই আগে পাইকারি দাম জেনে নেওয়া যাক। এরপর জানা যাবে খুচরো বাজারের দাম। ফুলকপি - 7 থেকে 15 টাকা প্রতি পিস (আকারের ভিত্তিতে) কুমড়ো - 15 থেকে 20 টাকা প্রতি কেজি পেঁপে - 15 টাকা কেজি কাঁচকলা- পিস 4 টাকা বাঁধাকপি - 20 টাকা প্রতি পিস টমেটো -15 থেকে 20 টাকা কেজি আলু - 15 টাকা কেজি দেখে নেওয়া যাক শনিবারের খুচরো বাজারে সবজির দাম ব্রকোলি - 25 টাকা পিস ফুলকপি - 20 টাকা পিস বাঁধাকপি - 30 টাকা কেজি/ 25 টাকা পিস কুমড়ো - 30 টাকা প্রতি কেজি পেঁপে - 20 টাকা কেজি টমেটো - 25 টাকা থেকে 30 টাকা কেজি শনিবারে মাছের দাম কই মাছ - 400 টাকা কেজি রুই মাছ - 170 থেকে 190 টাকা কেজি কাতলা মাছ - 350 টাকা থেকে 600 টাকা কেজি শংকর মাছ - 500 টাকা কেজি বাটা মাছ - 150 টাকা কেজি শনিবারে মাংসের দাম চিকেন - 170 থেকে 180 টাকা কেজি গোটা মুরগি - 120 টাকা থেকে 130 টাকা কেজি দেশি মুরগি - 350 টাকা থেকে 400 টাকা কেজি ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন এই সময় ডিজিটালের ব্যবসার পাতায়। একই সঙ্গে কোন ধরনের খবর আপনার পছন্দ, তা জানান কমেন্ট বক্সে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/35ejU5K
Leave Comments
Post a Comment