Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3GSVNaP
যাদবপুরে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্যে মৃত ১ https://ift.tt/3nOvlYp

এই সময় ডিজিটাল ডেস্ক: যাদবপুরে পথ দুর্ঘটনা। বেপরোয়া গতি প্রাণ কাড়ল এক জনের। এই ঘটনায় আহত হয়েছেন ছয় জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন রাত ১০টা ১৫ মিনিট নাগাদ সাদা রংয়ের হন্ডা সিটি গাড়িটি রাজা এস সি মল্লিক রোডের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে এগোচ্ছিল। সেই সময় একের পর এক সাত জনকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন একজন। বাকি ছয় জনকে উদ্ধার করে তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে সূত্রের খবর। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, এদিন গাড়িটির গতি অনেক বেশি ছিল। প্রথমে গাড়িটি রাস্তার পাশের দোকানে ধাক্কা মারে। পরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে পরপর ধাক্কা দেয় গাড়িটি। হঠাৎ এই বেপরোয়া গাড়ির সামনে একটি বাইক চালক আসেন। ভারসাম্য হারিয়ে বাইক চালক গাড়ির সামনে পড়ে যায়। সূত্রের খবর, বাইক চালকের উপর দিয়ে চলে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের, জানা গিয়েছে এমনটাই। এরপর ওই গাড়ি চালকের উপর ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় চরম উত্তেজনা। খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থাানার পুলিশ। চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এলাকাবাসীর দাবি গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল। তবে এই বিষয়ে এখনও পুলিশের তরফে কিছু জানানো হয়নি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এই প্রথমবার নয়, এর আগেও মদ্যপ হয়ে গাড়ি চালানোর ঘটনার মাশুল দিতে হয়েছে সাধারণ মানুষকে। চালকদের সতর্ক করতে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ট্রাফিক আইন, হেলমেট পরিধান, সিট বেল্টের ব্যবহার সহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে প্রচার চালানো হয় কলকাতা পুলিশের তরফে। কিন্তু, এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। উল্লেখ্য, এই দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়। কিন্তু, করোনা পরিস্থিতির জেরে নৈশ বিধিনিষেধ জারি রয়েছে। তাই বিশেষ যানজটের সমস্যা হয়নি। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3GSVNaP
Leave Comments
Post a Comment