Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3FWBUy2
থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাজার পাহারা দিতে গিয়ে আক্রান্ত ২ https://ift.tt/3GWcd1V

এই সময় ডিজিটাল ডেস্ক: রাতে পাহারা দিতে গিয়ে আক্রান্ত হলেন বাজার কমিটির দুই সদস্য। নদিয়ার শান্তিপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থানা মোড় বাজার এলাকায় শুক্রবার মধ্যরাতের এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শনিবার রাতে বৈঠকে বসছেন শান্তিপুর থানা মোড় এলাকার ব্যবসায়ীরা। পুলিশ জানায়, শান্তিপুর থানা মোড় এলাকায় বাজার কমিটির আক্রান্ত দুই সদস্যের নাম বুলু দেবনাথ ও হরেকৃষ্ণ বিশ্বাস। একদল দুষ্কৃতী লাঠি-সোঁটা ও লোহার ভারী কোনও বস্তু দিয়ে তাঁদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত বুলু দেবনাথ ও হরেকৃষ্ণ বিশ্বাস বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। কারা, কেন হামলা চালাল তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এলাকার CCTV ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানার মোড় বাজার পাহারা দেওয়ার জন্য প্রতিদিন রাতে বাজার কমিটির দুজন করে সদস্য নৈশপ্রহরীর কাজ করেন। শুক্রবার রাতেও বাজার কমিটির সদস্য বুলু দেবনাথ ও হরেকৃষ্ণ বিশ্বাস থানা মোড় এলাকায় বসে পাহারা দিচ্ছিলেন। রাত ১টা নাগাদ হঠাৎ করেই একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। ঘটনার বৃত্তান্ত দিয়ে বুলু দেবনাথ বলেন, ‘আমরা লাঠি নিয়েই থানা মোড়ে বাজারের মধ্যে বসেছিলাম। আচমকাই একজন ভিতরে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই সে হঠাৎ করে লাঠি দিয়ে আমার উপর হামলা চালায়। তারপর আরও কয়েকজন এসে লোহার ভারী জিনিস দিয়ে আমাদের বেধড়ক মারধর করে।’ এরপর তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তারপর স্থানীয়রাই তাঁদের শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এদিকে, শনিবার সকালেই থানা মোড় বাজার কমিটির তরফে দুই সদস্যের উপর হামলার ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শান্তিপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। দোষীদের শাস্তির দাবিতে এবং হামলার ঘটনা রুখতে কী পদক্ষেপ করা যায়, সে ব্যাপারে এদিন রাতেই আলোচনা সভার ডাক দিয়েছে থানা মোড় বাজার কমিটি। এব্যাপারে বাজার কমিটির পক্ষ থেকে এদিন সকাল থেকে গোটা এলাকায় প্রচারও চালানো হয়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3FWBUy2
Leave Comments
Post a Comment