তরপরয় উলট রথ দরঘটন মতদর পরবরক লখ টক আরথক সহযয https://ift.tt/f6FyQEv - MAS News bengali

তরপরয় উলট রথ দরঘটন মতদর পরবরক লখ টক আরথক সহযয https://ift.tt/f6FyQEv

ত্রিপুরার কুমারঘাটে উলটো রথে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৬ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এর মধ্যে ত্রিপুরার রাজ্যের তরফে ৪ লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে। বুধবারই ঊনকোটি জেলার কুমারঘাটে ওই মর্মান্তিক দুর্ঘটনার পরেই সেখানে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, 'এদিন যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমরা সবাই মর্মাহত। উলটো রথের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাত জন মারা গিয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন। যারা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে রাজ্যের তরফে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।'এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর দফতর ওই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ওই ঘটনায় আহতদের সব ধরনের সাহায্য করছে প্রশাসন।। যাদের শরীরের ৪০ থেকে ৬০ শতাংশ পুড়ছে তাদেরকেও আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি।। এদিকে, এই ঘটনায় যারা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ২০ লাখ করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছেন ত্রিপুরার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। সেই সঙ্গে আহতদের ১০ লাখ করে দেওয়ার দাবিও করেন তিনি। ত্রিপুরার বিরোধী দলনেতা বলেন, 'রথের দিন যদি নিরাপদে রথযাত্রা হয় তাহলে উলটো রথের দিনে তা হবে না কেন? নিশ্চয় কোথাও গাফিলতি আছে। এই ঘটনার তদন্ত করে যারা দায়ী তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। আগামী দিনে যাতে এই রকম মর্মান্তিক ঘটনা না ঘটে তাও নিশ্চিত করতে হবে।'প্রসঙ্গত, বুধবার সাড়ে চারটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। এদিন কুমারঘাটে ইসকনের রথ বার হয়। ত্রিপুরা মুখ্যমন্ত্রী এবং সেখানের পুলিশ আধিকারিকরা জানান, ওই রাস্তাতেই বিদ্যুতের তার গিয়েছে। কোন কারণে রথ সেই তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও মৃতদের পরিবারকে সমবেদনা জানানো হয়।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/US7Xvtp

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads