নয়গর বজঞপত খরজ হইকরটর সঙগল বঞচর ডভশন বঞচর দবরসথ এনএইচআরস https://ift.tt/iMdHWRa - MAS News bengali

নয়গর বজঞপত খরজ হইকরটর সঙগল বঞচর ডভশন বঞচর দবরসথ এনএইচআরস https://ift.tt/iMdHWRa

এই সময়: রাজ্যের পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশনের () অবজার্ভার নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ করেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো এনএইচআরসি। পঞ্চায়েত নির্বাচনে হানাহানি ঠেকাতে অবজার্ভার হিসেবে এক আইপিএসকে পাঠানোর কথা জানায়। সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আদালতের দারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলায় ওই অবজার্ভার নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ করেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশই চ্যালেঞ্জ করা করা হলো। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। আবার তথ্যে ভুলের পরেও প্রার্থীদের সুবিধা করে দেওয়া হচ্ছে বলে দুবরাজপুরের বিডিও'র বিরুদ্ধে অভিযোগ উঠল আদালতে। মামলাকারীর অভিযোগ, শাসকদলের পাঁচ প্রার্থীর তথ্যে ভুল থাকা সত্ত্বেও তাঁদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন বিডিও। জেলাশাসক ও রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ওই পাঁচ জনের প্রার্থিপদ খারিজের আবেদন জানিয়ে মামলা হয়েছে। শুক্রবার এর শুনানির সম্ভাবনা। অন্য দিকে, ভোটে দাঁড়ানোয় মালদার মোথাবাড়িতে চাকরি থেকে ইস্তফা দেওয়া সিভিক ভলান্টিয়ারের নাম কেন এখনও ডিউটি রস্টারে রয়েছে, তা নিয়ে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মোথাবাড়ি থানা এলাকার কালিয়াচক-২ ব্লকে নির্বাচনে শাসকদলের প্রার্থী ওই সিভিক ভলান্টিয়ার।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/6cHGQwz
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads