Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/7Q89XTY
জল ভসল মটর সটশন কষভ কব সভষ https://ift.tt/tSh5HGN

এই সময়: এটা স্টেশনের প্রবেশপথ! গোড়ালি ডুবে যাওয়া জলে থইথই করছে মেট্রো স্টেশন-চত্বর। বুধবার সকাল সাড়ে ন'টা নাগাদ কলকাতা মেট্রোর কবি সুভাষ স্টেশনে ঢুকতে গিয়ে রীতিমতো অবাক যাত্রীরা। একদিন আগেই কলকাতা মেট্রোরেল ফলাও করে ঘোষণা করেছিল, বর্ষার মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত সংস্থা। এই কি তার নমুনা! মঙ্গলবার রাত দু'টো নাগাদ শুরু হওয়া বৃষ্টি থামেনি বুধবার সকালেও। তারই পরিণতিতে করুণ অবস্থা কলকাতা মেট্রোর কবি সুভাষ স্টেশনের। তুমুল বৃষ্টিতে হুড়হুড় করে জল ঢোকে কবি সুভাষ স্টেশনের প্রবেশপথে। বর্ষার প্রস্তুতি প্রসঙ্গে কলকাতা মেট্রোরেল জানিয়েছিল, স্বয়ংক্রিয় পাম্প বসানো হয়েছে। জল জমলেই ওই পাম্প নাকি নিজে থেকে চলতে শুরু করবে। এ ছাড়াও ড্রেন পরিষ্কার করার কথাও বলা হয়েছিল। এত কিছুর পরেও কবি সুভাষ স্টেশনের প্রবেশপথের এমন অবস্থা কেন? জবাবে কলকাতা মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, বুধবার সকালে কবি সুভাষ মেট্রো স্টেশনের প্রবেশপথ ভেসে গিয়েছিল পূর্ব রেলের নিউ গড়িয়া স্টেশন থেকে আসা জলেই। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'প্রবল বৃষ্টিতে নিউ গড়িয়া স্টেশনের একটি রেনওয়াটার পাইপ থেকে বেরিয়ে আসা জল কবি সুভাষ স্টেশনের সামনে পড়ছিল। ওই জলই স্টেশনে ঢুকেছিল। পরে জল ঢোকা বন্ধ করা হয়।'
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/7Q89XTY
Leave Comments
Post a Comment