এফবিআইয়ে সাফল্যের নজির, এ দেশের মেয়ে সোহিনীর https://ift.tt/0H8GId3 - MAS News bengali

এফবিআইয়ে সাফল্যের নজির, এ দেশের মেয়ে সোহিনীর https://ift.tt/0H8GId3

এই সময়: আমেরিকার মাটিতে ফের এক ইন্দো-আমেরিকানের সাফল্যের নজির! ইউএস-এর উটাহের সল্টলেক সিটির ফিল্ড অফিসের স্পেশ্যাল এজেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার তদন্তকারী সংস্থা '' (এফবিআই)-এর সন্ত্রাসদমন কেসগুলোতে গত কয়েক বছরে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন সোহিনী সিনহা, আর তাই তাঁর এই পদোন্নতি। ওয়াশিংটন ডিসি-র এফবিআই হেডকোয়াটার্সের এগজিকিউটিভ স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব সামলানো সোহিনীর ব্যতিক্রমী ট্র্যাক রেকর্ড এবং অভিজ্ঞতার কথা তুলে ধরেই তাঁর নতুন দায়িত্বের কথা ঘোষণা করেছেন এফবিআই অধিকর্তা ক্রিস্টোফার রে। ২০০১ সালে এফবিআইয়ের স্পেশ্যাল এজেন্ট হিসেবে যোগ দেন সোহিনী। মিলওয়াকি ফিল্ড অফিস থেকে তাঁর যাত্রা শুরু। সেখানে সন্ত্রাস দমন তদন্তে অসাধারণ দক্ষতার ছাপ রাখেন। কাজের প্রতি তাঁর নিষ্ঠা দেখে গুয়ান্তেনামো বে নাভাল বেস, লন্ডনের এফবিআই লিগাল অ্যাটাচে অফিস, বাগদাদ অপারেশনস সেন্টারে টেম্পোরারি অ্যাসাইমেন্টও দেওয়া হয়েছে সোহিনীকে। ২০০৯ সালে প্রোমোশন পেয়ে সুপারভাইজারি স্পেশ্যাল এজেন্ট হিসেবে ওয়াশিংটনে এফবিআইয়ের কাউন্টার-টেররিজম ডিভিশনে বদলি হন তিনি। ২০১২ সালে কানাডার ওটায়ায় অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাটাচের পদে উন্নীত হন। সেখানে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং কানাডার সিকিউরিটি ইন্টেলিজেন্ট সার্ভিসের সাহায্য নিয়ে একাধিক টেরর কেস সামলেছেন। ২০১৫ সালে ডেট্রয়েট ফিল্ড অফিসের সুপারভাইজার হিসেবে পদোন্নতি পান। এই পদে থাকাকালীন একাধিক আন্তর্জাতিক স্তরের সন্ত্রাস হামলার কেস সামলেছেন। ২০২০ সালে সাইবার ক্রাইম তদন্ত স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয় সোহিনীকে। ন্যাশনাল সিকিউরিটি থেকে ক্রিমিনাল সাইবার ইন্ট্রুশন কেস- দক্ষতার সঙ্গে সামলেছেন এই ভারতীয় বংশোদ্ভূত। সেই বছরই আরও একটি প্রোমোশন পেয়ে পোর্টল্যান্ড ফিল্ড অফিসে অ্যাসিস্ট্যান্ট স্পেশ্যাল এজেন্টের দায়িত্বে আসেন তিনি। ২০২১ সালে ফের একবার অসাধারণ পারফরম্যান্স এবং নেতৃত্বদানের ক্ষমতার জন্য স্বীকৃতি পান সোহিনী। ওয়াশিংটন ডিসিতে এফবিআই ডিরেক্টরের এগজিকিউটিভ স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পান। কথায় বলে, অপরাধীদের মানসিকতা বুঝতে পারলে অপরাধের কিনারা করা সহজ হয়। সোহিনীর ক্ষেত্রেও ব্যাপারটা বোধহয় তেমনই হয়েছে। সাইকোলজি বা মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা এই ভারতীয় বংশোদ্ভূতের। মনস্তত্ত্বে স্নাতক হওয়ার পর ইন্ডিয়ানার পারডিউ বিশ্ববিদ্যালয় থেকে মেন্টাল হেলথ কাউন্সিলিংয়ে মাস্টার্স। বেশ কিছুদিন থেরাপিস্টের কাজ করেছেন তিনি। এফবিআইয়ে যোগ দেওয়ার আগে ইন্ডিয়ানার একটি স্বেচ্ছাসেবী ক্লিনিকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব সামলেছেন। সাইকোলজি বোঝার এই অসাধারণ ক্ষমতাই সম্ভবত ভারতীয় বংশোদ্ভূত সোহিনীর কেরিয়ার গ্রাফকে তরতরিয়ে এগিয়ে নিয়ে গিয়েছে, অনেক অপরাধের করেছে পর্দাফাঁস।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/aKOVwPC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads