শহর প্রবেশের মুখে সুদৃশ্য তোরণ, শুরু 'গেটওয়ে অফ কলকাতা'-র নির্মাণ https://ift.tt/fLIUVl1 - MAS News bengali

শহর প্রবেশের মুখে সুদৃশ্য তোরণ, শুরু 'গেটওয়ে অফ কলকাতা'-র নির্মাণ https://ift.tt/fLIUVl1

২০১১ সালে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী স্বপ্ননগরী তিলোত্তমাকে সাজিয়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। এমনকী তুলনা টেনে ছিলেন লন্ডনের সঙ্গেও। দীর্ঘ ১২ বছরে কলকাতায় সৌন্দর্যায়নে একাধিক কাজ হয়েছে। ব্রিজ থেকে শহরের রাজপথ রাঙানো নীল সাদা রঙে। প্রতিটি রাস্তা থেকে শহরের স্থাপত্য, সারা বছরই আলোর মালায় জড়ানো। সুন্দরীর তিলোত্তমার মুকুটে এবার নয়া পালক। বাণিজ্য নগরীর ধাঁচে এবার কলকাতাতেও প্রবেশ তোরণ। ডানলপে মহামিলন মঠের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হচ্ছে গেটওয়ে অব কলকাতা তোরণ। প্রায় ৫০ ফুট উচ্চতার তোরণটি হবে উত্তর কলকাতার ল্যান্ডমার্ক। শহরতলি থেকে শহরে প্রবেশের পথে স্বাগত জানাবে এই তোরণ। বিশাল তোরণ তৈরিতে খরচ পড়বে প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা। উত্তর প্রান্ত দিয়ে কলকাতায় প্রবেশের মূল পথ হচ্ছে ডানলপ। দক্ষিণেশ্বর থেকে ডানলপ হয়ে বিটি রোড ধরে সোজা কলকাতায় ঢোকে সবাই। সেখানেই মহামিলন মঠের সামনে সুউচ্চ ও সুদৃশ্য এই গেটওয়ে অব কলকাতা তৈরির কথা। দক্ষিণেশ্বর থেকে ডানলপ যাওয়ার রাস্তার নাম সীতারামদাস ওঙ্কারনাথ সরণি। তাঁর প্রতিষ্ঠিত মঠই মহামিলন মঠ নামে পরিচিত। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ওঙ্কারনাথ দেবের জন্মদিনে এই তোরণটি উদ্বোধন করা হবে বলে নিশ্চিত হয়েছিল পূর্বে। বহু আগে মুখ্যমন্ত্রী এই তোরণ তৈরির কথা বললেও বেশ কিছু জটিলতায় আটকা পড়েছিল কাজটি। বিটি রোডের উপর অবস্থিত মহামিলন মঠের সামনে রাস্তার দু’দিকে দু’টি সুউচ্চ তোরণ তৈরি করা হবে বলে প্রথমে ঠিক করা হয়। এই গেটের ডিজাইন থেকে গেটের গায়ের সূক্ষ্ম প্রতিকৃতি নিয়েও প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছিল। পূর্তদফরের নজরদারিতে এই তোরণ তৈরির কাজ শুরুও করে রাজ্যের পর্যটন দফতর। কিন্তু মাটির নীচের কেবল নিয়ে জটিলতা তৈরি হয়। এর জেরেই বাধা। এই সমস্যা দূর করতে উদ্যোগী জেলাশাসক শরদ দ্বিবেদী ।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/PfQRquJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads