পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল, গ্রেফতার ৫ https://ift.tt/3AnchoW - MAS News bengali

পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল, গ্রেফতার ৫ https://ift.tt/3AnchoW

এই সময় ডিজিটাল ডেস্ক: আবারও একটি বড়সড় ডাকাতির ছক বানচাল করল মালদা জেলা পুলিশ। এবার পাঁচজনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে বড় সাফল্য পেল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ জানায়, মোথাবাড়ি থানার অন্তর্গত গীতা মোড় পাওয়ার হাউস এলাকায় একটি আমবাগানের ভিতর থেকে শুক্রবার রাতে পাঁচজনের একটি ডাকাত দলকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে লোহার রড, শাবল, দড়ি এবং লঙ্কার গুঁড়ো। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে একটি হন্ডা কোম্পানির স্কুটার এবং TVS কোম্পানির একটি RTR অ্যাপাচি বাইক। জানা গিয়েছে, গোপন সূত্র মারফৎ গীতা মোড় পাওয়ার হাউস এলাকায় ডাকাতির চেষ্টার খবর পায় মোথাবাড়ি থানার পুলিশ। সেই খবরের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ওই এলাকায় অভিযান চালায় মোথাবাড়ি থানার পুলিশের একটি দল। সেই তল্লাশি অভিযানেই গীতা মোড় পাওয়ার হাউসের বিপরীতে একটি আমবাগানের ভিতর থেকে ডাকাত দলের পাঁচ সদস্যকে হাতেনাতে ধরে পুলিশ। তারপর তাদের তল্লাশি চালিয়ে লোহার রড, শাবল, দড়ি এবং লঙ্কার গুঁড়ো উদ্ধার হতেই পুলিশ নিশ্চিত হয়ে যায়, এরা এলাকায় ডাকাতির ছক কষেছিল। এরপরই পাঁচজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। মোথাবাড়ি থানার পুলিশ আধিকারিক জানান, ধৃত পাঁচজন ডাকাতি করার উদ্দেশ্যেই এক জায়গায় জড়ো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। প্রত্যেকেরই বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত বাবলা এলাকায়। এই ডাকাতি-চক্রের পিছনে আর কারা জড়িত রয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ধৃত পাঁচজনকে শনিবারই মালদা জেলা আদালতে পেশ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিজেদের হেফাজতে নিতে চায় মোথাবাড়ি থানার পুলিশ। প্রসঙ্গত, ইদানিংকালে হরিশ্চন্দ্রপুর, মোথাবাড়ি সহ মালদা জেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকেই অভিযোগ আসছে। চুরি-ডাকাতির ঘটনা রুখতে প্রতিটি থানা এলাকায় রাতে পুলিশি টহলদারি ও নাকা চেকিংয়ে জোর দিয়েছে মালদা জেলা পুলিশ। গত সোমবার রাতেই টহলদারির সময় হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে ৩ সন্দেহভাজন যুবককে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ওয়ান শাটার বন্দুক, হাসুয়া সহ বেশ কিছু ধারাল অস্ত্রও উদ্ধার হয়। পরে পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করে, এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। তাদের গ্রেফতার করায় এলাকায় একটি বড় ডাকাতির ঘটনা আটকানো সম্ভব হয়। সেই ঘটনার চারদিনের মাথায় মোথাবাড়ি থানার পুলিশের তৎপরতায় আরও একটি ডাকাতির ঘটনা আটকানো গেল।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3tRaLKL

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads