Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3FS8EbY
গ্রামে হাতি, প্রাণ গেল একাধিক গবাদি পশুর https://ift.tt/3GYdQw8

এই সময় ডিজিটাল ডেস্ক: বাঘের পর এবার লোকালয়ে আতঙ্ক ছড়াল হাতির দল। শনিবার সকালেই হাতির দলের হানায় মৃত্যু হল গরু, বাছুর, ছাগল সহ একাধিক গবাদি পশুর। জখমও হয়েছে অনেকগুলি গরু। বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির জঙ্গল লাগোয়া লোকালয়ে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ বাঁকুড়ার বেলিয়াতোড় ও গঙ্গাজলঘাঁটি রেঞ্জের সীমানাবর্তী গোপীনাথপুর গ্রামে ঢুকে পড়ে ১০টি হাতির একটি দল। শুধু গ্রামে ঢুকে পড়া নয়, শস্যক্ষেত থেকে গৃহস্থের ঘরে রীতিমতো তাণ্ডব চালায় হাতির দলটি। হাতির হানায় একাধিক গবাদি পশু হতাহত হয়। পরে খবর পেয়ে হাতির দল তাড়াতে গ্রামে যান গঙ্গাজলঘাটি রেঞ্জের আধিকারিক ও কর্মীরা। যদিও দুপুর পর্যন্ত হাতির দলটিকে জঙ্গলে পাঠানো সম্ভব হয়নি। বন দফতর সূত্রে খবর, বাঁকুড়ার শুশুনিয়ার দিক থেকে শুক্রবার রাতেই ১০টি হাতির একটি দল গোপীনাথপুর গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে। সেই জঙ্গল থেকেই এদিন সকালে হাতির দলটি আচমকাই এসে পড়ে লোকালয়ে। সাতসকালে একসঙ্গে গজরাজের পালকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। বাড়ি ছেড়ে কোনক্রমে গ্রামের প্রান্তে গিয়ে হাজির হন স্থানীয় গ্রামবাসীরা। কিন্তু গ্রামবাসীরা প্রাণে বাঁচলেও হাতির পালের হানায় একাধিক বাড়িতে থাকা বেশ কয়েকটি গরু ও ছাগল হতাহত হয়েছে। হাতির পালটি যাতে গ্রামবাসীদের আর ক্ষতি করতে না পারে তার চেষ্টা করা হচ্ছে জানিয়ে গঙ্গাজলঘাঁটির রেঞ্জ অফিসার শান্তনু পুরোহিত বলেন, ‘হাতির দলটিকে বেলিয়াতোড়-বড়জোড়া জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ তবে এদিনের সকালে হাতির পালের হামলায় গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর। বন দফতরের কাছে ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তাঁরা। কৃষিজীবী বাউল ঘোষের কথায়, ‘চাষির গরু মেরে দিলে চাষি কী খাবে? ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’ একইসঙ্গে বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দা তিরু ঘোষ বলেন, ‘হাতি আটকানোর জন্য বন দফতরের কোনও ভূমিকা নেই। বন দফতরের লোক দেরিতে আসছে। হাতি তাড়ানোর জন্য সার্চ লাইটও নেই গ্রামে।’ যদিও বিগত কয়েক মাসে হাতি লোকালয়ে আসেনি বলে দাবি গঙ্গাজলঘাঁটির রেঞ্জ অফিসারের। এখন কেন জঙ্গল ছাড়িয়ে লোকালয়ে হানা দিল হাতির দল? বন দফতরের একাংশের অনুমান, শীতে জঙ্গলের অধিকাংশ গাছের পাতা পড়ে যাওয়ায় এখন হাতির দলের পর্যাপ্ত খাবার নেই জঙ্গলে। রয়েছে পানীয় জলের অভাবও। সেই খাবার জলের সন্ধানেই জঙ্গল ছেড়ে এবার লোকালয়ে হানা দিতে শুরু করেছে হাতির দল। তবে হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আস্বাস দিয়েছে বন দফতর।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3FS8EbY
Leave Comments
Post a Comment