Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3GYSJdg
বিরাটের হাফসেঞ্চুরির সময়ই সামনে এল ভামিকার ছবি, ভাইরাল ভিডিয়ো https://ift.tt/3rHt0j0

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি দুরন্ত হাফ সেঞ্চুরি করলেন। কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। ভারত এই ম্যাচে পরাজয়ের পাশাপাশি সিরিজেও হোয়াইটওয়াশ হয়। তবে রবিবাসরীয় ম্যাচ কিন্তু একেবারে অন্য কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এই ম্যাচ চলাকালীন স্ট্যান্ডে দেখতে পাওয়া যায় অনুষ্কা শর্মাকে। কোলে ছিল ভামিকা। এই প্রথমবার মেয়েকে নিয়ে প্রকাশ্যে এলেন তিনি। আর মেয়ে মাঠে আসার দিনেই হাফসেঞ্চুরি করলেন 'বাবা' বিরাটও। সেই কৃতিত্ব নিজের মেয়েকেই উৎসর্গ করলেন তিনি। মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল হল নেট পাড়ায়। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অর্ধশতরান করেছেন। এই নিয়ে ৬৪ তম অর্ধশতরান করলেন তিনি। শতরান না এলেও তাঁর এই ৬৫ রানে ইনিংস দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাঁর ও শিখর ধাওয়ানের ইনিংসের উপর ভর করে ভারত সম্মানীয় রান করে। ম্যাচ হারলেও বিরাটের এই ইনিংস স্মরণীয়। স্মরণীয় এই ইনিংস তিনি কন্যা ভামিকা ও স্ত্রী অনুষ্কা শর্মাকে উৎসর্গ করেন। আজকের ম্যাচে মাঠের স্ট্যান্ডে উপস্থিত ছিলেন অনুষ্কা ও ভামিকা। বিরাট অর্ধশতরান করে বিশেষভাবে তা উদযাপন করেন। যেখানে তিনি উৎসর্গ করেন কন্যা ও স্ত্রীকে। অর্ধশতরান করতে কোহলি আজ নেন ৬৩ বল। এই নিয়ে তিনটে ম্যাচে তিনি দুটো অর্ধশতরান করলেন। ৮৪ বলে তাঁর ৬৫ রানে ইনিংস ছিল ৫টা চার দিয়ে সাজানো। তিন নম্বরে নেমে তাঁর এই ইনিংস কার্যকরি ছিল। বিরাট ছাড়াও অর্ধশতরান করেন শিখর ধাওয়ান। তিনি করেন ৬১ রান। আজকে ব্যর্থ হয়েছেন অধিনায়ক কেএল রাহুল। তিনি করেন মাত্র ৯ রান। শূন্য রানে আউট হন ঋষভ পন্থ। আউট হওয়া নিয়ে বিরাট মোটেই খুশি হননি। তা ঋষভের আউট হওয়ার পরে বিরাটের অভিব্যক্তি দেখেই বোঝা গেছে। স্ট্যান্ডে অনুষ্কা ও ভামিকা থাকায় এই প্রথমবার ভামিকার মুখ দেখা গেল। এতদিন ভামিকাকে মিডিয়ার থেকে আড়াল করতেন তিনি। গত ডিসেম্বরে যখন বিরাট দক্ষিণ আফ্রিকার জন্য রওনা দিচ্ছিলেন তখন বিরাট পাপারাৎজিদের অনুরোধ করেছিলেন মেয়ের ছবি না তুলতে। তবে আজ ভামিকাকে দেখা গেল। আজকের ম্যাচে বিরাট আগ্রাসন দেখালেও সেই কেশব মহারাজের বলে আউট হলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও এই কেশবের বলেই বিরাট আউট হয়েছিলেন। ২০১৯ সাল থেকে অফফর্মে আছেন বিরাট। শতরান পাচ্ছেন না তিনি। তবে একাধিক অর্ধশতরান পেয়েছেন তিনি। তবে অর্ধশতরানকে শতরান করতে না পারায় হতাশ হচ্ছেন সমর্থকরা। গত বছর কোহলি টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এরপর তাঁকে ওডিআই ক্রিকেটের অধিনায়ক থেকে সরিয়ে দেয় বোর্ড। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর বিরাট টেস্ট অধিনায়কত্ব ছাড়েন। ফলে এটাই ছিল তাঁর সাধারণ ব্যাটার হিসেবে প্রথম ইনিংস। জেতা না হলেও তাঁর ইনিংস স্মরণীয় হয়ে থাকবে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3GYSJdg
Previous article
Next article
Leave Comments
Post a Comment