Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/vs2Dd1q
ফের নাইট ডিউটিতে থাকা চিকিৎসককে হেনস্থা, চড় মত্ত রোগীর https://ift.tt/qaOjNi1

ডাক্তারদের উপর হামলা অব্যাহত। কর্মবিরতি প্রত্যাহার করে সবেমাত্র কাজে যোগ দিতে না দিতেই এক রেসিডেন্ট ডাক্তারের উপর হামলার ঘটনা দিল্লিতে। জানা গিয়েছে, শনিবার রাতে দিল্লির কারকারদুমা এলাকার হেজওয়ার হাসপাতালে রাতে কর্মরত এক চিকিৎসককে মারধর করার অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ক্রিটিকাল কেয়ার ইউনিটে সে সময় রোগী দেখছিলেন ওই রেসিডেন্ট চিকিৎসক। হেনস্থার শিকার হওয়া ওই চিকিৎসক সংবাদমাধ্যমে বলেন, 'শনিবার রাত ১টা নাগাদ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে মাথায় গুরুতর চোট নিয়ে এক রোগী আসেন। আমি তাঁকে ড্রেসিং রুমে নিয়ে গিয়ে ক্ষতস্থানে সেলাই করছিলাম। প্রথম স্টিচটি শেষ করে দ্বিতীয়টি শুরু করতে যাচ্ছিলাম, রোগী আচমকাই আমায় ধাক্কা দেন। অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করেন।' রেসিডেন্ট ডাক্তারের আরও অভিযোগ, 'আচমকাই রোগীর ছেলে ড্রেসিং রুমের ভিতর ঢুকে পড়েন। বিনা কারণেই আমায় সজোরে থাপ্পড় মারেন। দু'জনেই অশালীন বাক্য প্রয়োগ করতে শুরু করেন। তাঁরা মত্ত অবস্থায় ছিলেন।' আরজি কর কাণ্ডের পর কর্মক্ষেত্রে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে সরব হয়ে পথে নেমেছিলেন ডাক্তাররা। সুপ্রিম কোর্ট তাঁদের দ্রুত কাজে ফেরার আর্জি জানান। গত ২৩ অগস্ট কাজে যোগ দিয়েছেন চিকিৎসকরা।গত বৃহস্পতিবার শুনানির পর সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে প্রায় সারা দেশেই উঠে গিয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। দিল্লি এইমস, পিজিআই চণ্ডীগড়, দিল্লির রামমনোহর লোহিয়া কিংবা লেডি হার্ডিঞ্জ হাসপাতাল, এমনকী এ রাজ্যে কল্যাণী এইমসের জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিয়েছেন শুক্রবার থেকে। কলকাতার আরজি কর হাসপাতালে একটি তরুণী শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার কিনারা এখনও হয়নি। কলকাতা পুলিশ ঘটনার পর অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। এ দিন CBI-এর তত্ত্বাবধানে তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। তার সঙ্গে এই দুষ্কর্মে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/vs2Dd1q
Leave Comments
Post a Comment