কল্যাণী এইমসে কর্মবিরতি তুললেন চিকিৎসকরা, চালু বহির্বিভাগ https://ift.tt/mGlSvu3 - MAS News bengali

কল্যাণী এইমসে কর্মবিরতি তুললেন চিকিৎসকরা, চালু বহির্বিভাগ https://ift.tt/mGlSvu3

আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রায় ১১ দিন কর্মবিরতিতে ছিলেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। অবশেষে কর্মবিরতি তুলে নেওয়া হল কল্যাণী এইমস থেকে। জরুরি বিভাগ চালু থাকলেও বহির্বিভাগ বন্ধ ছিল এইমসে। চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে অবশেষে কর্মবিরতি তুলে নিলেন এইমসের জুনিয়র ডাক্তাররা। প্রায় এগারোটার দিন ধরে পেন ডাউনের পর পুনরায় কল্যাণী এমসের সমস্ত জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলেন। বহির্বিভাগে রোগী না দেখলেও জুরুরি বিভাগে মুমূর্ষু রোগী থেকে শুরু করে বৃদ্ধ এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন জুনিয়র চিকিৎসক এবং ইন্টার্নরা। জরুরিকালীন ভিত্তিতে রোগী দেখা হচ্ছিল বলে জানান কল্যাণী এইমসের সিনিয়র চিকিৎসক সুকান্ত সরকার। এবার বহির্বিভাগ চালু করে দেওয়া হল। চিকিৎসক সুকান্ত সরকার বলেন, ‘আরজি করে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমাদের সমস্ত জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নরা পেন ডাউন কর্মসূচির ডাক দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাতে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল। তাই রোগীদের কথা বিবেচনা করে এবং সুপ্রিম কোর্টের আর্জিকে মান্যতা দিয়ে দিল্লি এইমস থেকে নির্দেশিকা আসার পর আমাদের সমস্ত জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নরা পেন ডাউন কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেয়।’ তিনি জানান, কর্মবিরতি কর্মসূচির প্রত্যাহারের বিষয়ে এইমসের ডিরেক্টর ও সমস্ত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবায় ফেরার অনুরোধ করেছিলেন। আগের মতই কল্যাণী এইমসে বহির্বিভাগ এবং জরুর বিভাগে চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে বলেও জানান সিনিয়র চিকিৎসক সুকান্ত সরকার। প্রসঙ্গত, বৃহস্পতিবার শুনানির পর সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে প্রায় সারা দেশেই উঠে গিয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। দিল্লি এইমস, পিজিআই চণ্ডীগড়, দিল্লির রামমনোহর লোহিয়া কিংবা লেডি হার্ডিঞ্জ হাসপাতাল কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিয়েছেন শুক্রবার থেকে। যদিও, এ রাজ্যের হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এখনও চলছে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/pYb4jiG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads