কলকাতায় মেগা ক্যাম্পে নাম নথিভুক্তি পর্যটন-ব্যবসায়ীদের https://ift.tt/EnqzIfL - MAS News bengali

কলকাতায় মেগা ক্যাম্পে নাম নথিভুক্তি পর্যটন-ব্যবসায়ীদের https://ift.tt/EnqzIfL

এই সময়: ‘শিল্প’-র স্বীকৃতি পেয়েছিল নভেম্বরেই। এবার সেই ‘পর্যটন শিল্প’র মান উন্নয়নে মেগা ক্যাম্প কলকাতায়। পর্যটন-ব্যবসায়ীদের দু’টি সংগঠন হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (এইচএইচটিডিএন) এবং ইন্ডিয়ান অ্যাসেসিয়েশন অফ ট্যুর অপারেটরসের (ইয়াটো) মিলিত উদ্যোগে এই প্রথম রাজ্য পর্যটন দপ্তরে পর্যটনের বিভিন্ন বিভাগের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নাম নথিকরণের কাজ শুরু হল। বেড়াতে গিয়ে মনের মতো পরিষেবা না পেয়ে বিরক্ত পর্যটকরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন — এমন ঘটনা সময়ের সঙ্গে যেন বেড়েই চলেছে। বেশির ভাগ ক্ষেত্রেই পরবর্তী কালে ভালো ভাবে খোঁজ খবর নেওয়ার পর জানা যায় নিজেদের ‘পর্যটন-ব্যবসায়ী’ পরিচয় দিয়ে ব্যবসা করলেও অনেকেরই বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই। কিন্তু বেড়াতে আগ্রহী সাধারণ মানুষ কী করেই বা বুঝবেন কার ওপর ভরসা করা যায়? সেই সমস্যা দূর করতে এই প্রথম সদর্থক পদক্ষেপ পর্যটন-ব্যবসায়ীদের সংগঠন ও রাজ্য পর্যটন দপ্তরের। বেড়ানো, বেড়াতে গিয়ে পর্যটকদের জন্য গাড়ির ব্যবস্থা করেন যাঁরা, থাকার ব্যবস্থা করে দেওয়ার ব্যবসা যাঁদের — অর্থাৎ বাড়ি ছাড়ার পর থেকে বাড়ি ফেরা পর্যন্ত গোটা ভ্রমণের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব যে ধরনের ব্যবসায়ীরা পালন করেন, তাঁদের প্রত্যেককে রাজ্য পর্যটন দপ্তরের কাছে নিজের নাম নথিভুক্ত করার উদ্যোগ নেওয়ার কাজটি প্রথম শুরু হয় ৫ জুলাই শিলিগুড়িতে। কয়েকদিন পর ফের ওই শিলিগুড়িতেই ১৩ অগস্ট ফের এমন ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার কলকাতায় প্রথমবার এমন ক্যাম্প হলো। এই উদ্যোগ প্রসঙ্গে এইচএইচটিডিএন-এর পক্ষ থেকে সম্রাট সান্যাল বলেন, ‘পর্যটন শিল্পকে যদি দীর্ঘমেয়াদী ভাবে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তা হলে তার কোয়ালিটির প্রতি নজর দিতেই হবে। এই কারণেই এমন উদ্যোগ। নভেম্বরের মধ্যে অন্তত ৩০০ পর্যটন-ব্যবসায়ীর নাম যাতে রাজ্য সরকারের কাছে নথিভুক্ত হয়, সেটাই আমাদের লক্ষ্য। পর্যটকরা সরকারি ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারবেন ওই ব্যবসায়ীর নাম সরকারের কাছে নথিভুক্ত আছে কি না।’ শহরে প্রথম বার আয়োজিত নাম নথিভুক্তির এই মেগা ক্যাম্পে যোগ দিতে এসেছিলেন রাজ্য পর্যটন দপ্তরের অতিরিক্ত ডিরেক্টর অনুপমা পুরকায়স্থ। তিনি বলেন, ‘এই উদ্যোগে আখেরে পর্যটক এবং পর্যটন-ব্যবসায়ী — প্রত্যেকেই লাভবান হবে।’


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/wsXajZA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads