Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/L8qdXcF
শুরুতেই নামছে মোহনবাগান, কবে ডার্বি? প্রকাশিত ISL-এর সূচি https://ift.tt/jswuSxT

ঘোষণা হয়ে গেল ২০২৪-২৫ মরশুমের ISL-এর সূচি। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছ এবারের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। কলকাতায় হবে এই ম্যাচটি। ১৪ সেপ্টেম্বর নামছে ইস্টবেঙ্গল। তারা খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, এটা হবে বেঙ্গালুরুতে।এবারের ISL-এ নতুন দল হিসেবে জায়গা করে নিয়েছে কলকাতার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং। ফলে তাদের দিকে এবার বাড়তি নজর থাকবে। সাদা কালো ব্রিগেড তাদের অভিযান শুরু করবে ১৬ সেপ্টেম্বর। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। এই ম্যাচটা হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।ডার্বি কবে?এবার যেহেতু কলকাতা থেকে তিনটে দল অংশ নিচ্ছে তাই ডার্বি হবে মোট ৬টি। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ডার্বি খেলবে। মরশুমের প্রথম ২টি ডার্বি হবে অক্টোবরে। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান নামবে প্রথম ডার্বিতে। ৫ অক্টোবর যুবভারতীতে হবে ম্যাচটি। এরপর রয়েছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ। এটা হবে ১৯ অক্টোবর। অর্থাৎ, মোহনবাগান অক্টোবর মাসে তাদের দুটো ডার্বি খেলবে। এটা প্রথম পর্বের সূচি। ৩০ ডিসেম্বর পর্যন্ত সূচি ঘোষিত হয়েছে। এরপর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করা হবে। এবার হায়দরাবাদ এফসিকে নিয়ে রয়েছে অনেকগুলো প্রশ্ন। তাদের উপর ট্রান্সফার ব্যান রয়েছে। বেতন নিয়ে রয়েছে সমস্যা। যদিও তারা এখন নতুন স্পনসর পেয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, কিন্তু তারা নতুন প্লেয়ার নিতে পারেনি। এই পরিস্থিতিতে দক্ষিণের এই দল কতটা সামলাতে পারবে সেটা একটা বড় প্রশ্ন।কোথায় দেখা যাবে ম্যাচ?গতবারের মতো এবারও ISL-এর অফিসিয়াল সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্পোর্টস ১৮-এর হাতে। জিও সিনেমায় অনলাইনে দেখা যাবে ও টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে ম্যাচগুলো হবে। অধিকাংশ ম্যাচ সন্ধে সাড়ে সাতটা থেকে হবে। কয়েকটা ম্যাচ বিকেল ৫টায় রয়েছে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/L8qdXcF
Previous article
Next article
Leave Comments
Post a Comment