Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/yGs5cP8
অ্যাম্বুল্যান্স নেই, ২ ছেলের দেহ কাঁধে বইলেন বাবা-মা https://ift.tt/FYlO9bs

গড়চিরৌলি: কথায় বলে ছোট্ট দেহের ভার সবচেয়ে বেশি। সেই ভারই বয়ে চলেছেন বাবা-মা। বছর দশেকের দুই ছেলের চাদর জড়ানো, নিষ্প্রাণ দেহ কাঁধে তুলে কাদা মাখা গ্রাম্য পথে প্রায় ১৫ কিলোমিটার হেঁটে চলেছেন বাবা-মা। মহারাষ্ট্রের গড়চিরৌলির আহেরি তালুকের অল্পবয়সি দম্পতির এই মর্মান্তিক ভিডিয়ো শেয়ার করেছেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী নেতা বিজয় বদেত্তিয়ার। ঘটনাচক্রে গড়চিরৌলির গার্জিয়ান মিনিস্টার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আর আহেরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এনসিপি-র ধর্মরাও বাবা আত্মরাম, যিনি এখন একনাথ শিন্ডে সরকারের ক্যাবিনেট মন্ত্রী!সামনে মহারাষ্ট্রের বিধানসভা ভোট। তার আগে গ্রামের অল্পবয়সি দম্পতির দেহ-বহনের ভিডিয়ো শেয়ার করে কংগ্রেসের বিজয়ের বক্তব্য, ‘গ্রামের এই দুই কিশোর জ্বরে ভুগছিল। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও যথাযথ চিকিৎসা পায়নি তারা। কয়েক ঘণ্টার মধ্যে অবস্থার অবনতি হয়ে দুই ভাই-ই মারা যায়। কিন্তু দুই নাবালককে হাসপাতাল থেকে পাট্টিগাঁওয়ে ফেরানোর জন্য অ্যাম্বুল্যান্স মেলেনি। বাধ্য হয়ে দুই সন্তানের দেহ কাঁধে নিয়ে প্রায় ১৫ কিলোমিটার কাদামাখা জঙ্গলের রাস্তা পেরিয়ে আসতে বাধ্য হন বাবা-মা। গড়চিরৌলির স্বাস্থ্যব্যবস্থার দুর্ভাগ্যজনক বাস্তবচিত্র এটাই!’ বিজয়ের আরও দাবি, ফড়নবীশ এবং এনসিপি-র ধর্মরাও—দু’জনেই মহারাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ফলাও করে বলেন, কী ভাবে রাজ্য প্রতিদিন উন্নয়নের পথে এগোচ্ছে। কিন্তু নিজেদের এলাকায় গিয়ে তাঁরা গ্রাউন্ড রিয়্যালিটি খতিয়ে দেখেন না! এই নিয়ে চলতি সপ্তাহে বিদর্ভ এলাকার বেহাল স্বাস্থ্যব্যবস্থার দ্বিতীয় চিত্র তুলে ধরলেন কংগ্রেস নেতা বিজয়। এর আগে ১ সেপ্টেম্বর একজন আদিবাসী অন্তঃসত্ত্বার প্রসব বেদনা শুরু হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স চেয়েছিলেন তাঁর পরিজন। কিন্তু জানিয়ে দেওয়া হয়, অ্যাম্বুল্যান্স পেতে অন্তত ৪ ঘণ্টা সময় লাগবে! বাধ্য হয়ে কবিতা এ.সাকোল নামে দাহেন্দ্রি গ্রামের সেই তরুণীর বাড়িতেই প্রসব করানো হয়। কিন্তু মা এবং সদ্যোজাতের অবস্থা খারাপ হওয়ায় প্রাইভেট একটি গাড়ি জোগাড় করে তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে আনা হয়। কিন্তু মা এবং সন্তান— কাউকেই বাঁচানো যায়নি।এই ঘটনার কথা উল্লেখ করে মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতার বক্তব্য ছিল, ‘বেহাল স্বাস্থ্যব্যবস্থার কারণেই মা-সন্তান, দু’জনেই প্রাণ হারাল। ‘লড়কি বহিন’ স্কিমে মাসে ১,৫০০ করে টাকা দিয়ে ভোট পেতে চাইছে মহারাষ্ট্র প্রশাসন, সেই টাকা বরং অ্যাম্বুল্যান্সের জন্য খরচ করলে ভালো হতো!’ দু’টি ঘটনাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তবে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/yGs5cP8
Leave Comments
Post a Comment