Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/C7nzt6W
গোপনে বাড়িছে জোড়া জুনিয়র! ‘সিক্রেট সংসার’ ফাঁস পুতিনের https://ift.tt/dXmEMY2

এই সময়: ভ্লাদিমির পুতিনকে নিয়ে যেন জল্পনার শেষ নেই। কখনও শোনা যায় তিনি দুরারোগ্য রোগে ভুগছেন, তো কখনও খবর রটে— তাঁর হয়ে নাকি দুনিয়া কাঁপাচ্ছে পুতিনের একাধিক বডি ডাবল। এ বার ধামাকা পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে। বোমা ফাটাল রাশিয়ারই তদন্তমূলক সংবাদমাধ্যম ‘দ্য ডসিয়ার সেন্টার’। তাদের দাবি, প্রাক্তন অলিম্পিয়ান ‘রিদমিক’ জিমন্যাস্ট আলিনা কাবেইভার সঙ্গে সম্পর্কজাত জোড়া সন্তান রয়েছে রুশ প্রেসিডেন্টের! শুধু এই তথ্যটুকু দিয়েই রিপোর্ট শেষ করেনি ওই মিডিয়া। রিপোর্টে বলা হয়েছে, জনসমক্ষের পুরোপুরি আড়ালে ওই দুই নাবালক সন্তানকে নিয়ে চোখধাঁধানো বিলাসবহুল জীবনযাপন করছেন পুতিন-প্রেয়সী। ওয়েবসাইটটির দাবি, পুতিনের ওই দুই নাবালক সন্তানের নাম ইভান ও ভ্লাদিমির জুনিয়র। দু’টিই ছেলে। ইভান সবে ৯-এ পা দিয়েছে। আর, ছোটটার বয়স ৫ বছর। বছর একাত্তরের পুতিনের এই গোপন সঙ্গী বা তাঁদের সম্পর্কজাত এই দুই সন্তান সম্পর্কিত কোনও তথ্যই নেই রাশিয়ার সরকারি রেকর্ডে।গোটা বিশ্বে শোরগোল ফেলে দেওয়া ওই রিপোর্টের সত্যতা ‘এই সময়’ যাচাই করেনি। তবে ‘দ্য ডসিয়ার সেন্টার’-এর দাবি, পুতিনের ‘সিক্রেট’ পরিবার মূলত থাকে মস্কোর উত্তর-পশ্চিমে লেক ভালদাই সংলগ্ন একটি বিলাসবহুল রিসর্টে। নিরাপত্তার যা বন্দোবস্ত, তাতে মাছি গলারও উপায় নেই। পুতিনের এই জোড়া পুত্রসন্তান যে হেতু একেবারেই নাবালক, তাই তাদের দেখভালের জন্য রির্সটে অসংখ্য ন্যানি, টিচার এমনকী ক্রেমলিন ফেডারেল গার্ডের বেশ কয়েক জন অফিসারও রয়েছেন। বলা হয়, বাচ্চারা নাকি শুধু রাত হলেই বাবা-মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পান। বাবার সঙ্গেও দেখা হয় তা হলে ওদের? ওয়েবসাইটটির দাবি, নিজের তিরিশোর্ধ্ব ‘অফিশিয়াল’ দুই মেয়ের থেকেও জিমন্যাস্ট প্রেয়সীর গর্ভজাত দুই পুত্রসন্তানের প্রতি পুতিনের টান অনেক বেশি। সোভিয়েত জমানার ডিজ়নির বেশ কিছু ক্যারেক্টার প্রিয় ইভানের। প্রথম পুত্রসন্তানের এই দোষও নাকি মাফ! বছর চারেক আগে পুতিনকে একবার বলতে শোনা গিয়েছিল, ‘আমার একটা ব্যক্তিগত জীবন আছে। সেখানে কারও নাক গলানো আমি মোটেই পছন্দ করি না।’
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/C7nzt6W
Leave Comments
Post a Comment